মোহনপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।
০৬ অক্টোবর, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ মোতালেব হোসেন, এসআই/মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, এসআই/পরেভেজ রানা পলাশ, এএসআই/মোঃ এরশাদ আলী, এএসআই/মোঃ হারুন অর রশিদ, এএসআই/সেলিম রেজা, এএসআই/মোঃ আব্দুল খালেক গন কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলা নং- ১৫৪/২০২১, পিটিশন মামলা নং- ৯১/২০২১, (পুঠিয়া), ধারা- (১০) দন্ডবিধির ৩২৩/৩৭৯/৪৪৮/৫০৬(২) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১. মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- রহেদ, গ্রাম- বরিঠা, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, ২. মোঃ সুলতান, পিতা- মৃত দবির মির্জা, গ্রাম- বরিঠা, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ৩. মোঃ শান্ত, পিতা- মোঃ সুলতান স্থায়ী : গ্রাম- বাড়িথা (বরিঠা) , থানা- মোহনপুর, জেলা –রাজশাহী ০৩ জন আসামী এবং নারী ও শিশু নির্যাতন মামলা নং- ১৮০/২০২১, পিটিশন মামলা নং- ১১৭/২০২১, (মোহনপুর), ধারা- ১১(গ)/৩০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪. মোসাঃ সালমা বেগম, স্বামী- মোঃ জাইদুল ইসলাম স্থায়ী : গ্রাম- ধুরইল, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ৫. মোঃ জাইদুল ইসলাম, পিতা- মৃত এ সামাদ স্থায়ী : গ্রাম- ধুরইল, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ ৬. মোঃ রাশেদুল ইসলাম, পিতা- মৃত এ সামাদ স্থায়ী : গ্রাম- ধুরইল, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী ০৩ জন আসামীসহ সিআর-১১৩/২০ তানোর, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮ ধারা পরোয়ানুভুক্ত আসামী ৭. মোঃ আফতার আলী (৪১), পিতা- আমজাদ হোসেন স্থায়ী : গ্রাম- খানপুর, থানা- মোহনপুর, জেলা -রাজশাহীগনদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।