মোহনপুর থানা কর্তৃক ১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

০৫ অক্টোবর, ২০২১

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আবু বকর সিদ্দিক সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ আমানউল্লাহ, এএসআই(নিঃ)/মোঃ শামছুর রহমান, কং/৬৪৬ মোঃ হানিফ উদ্দিন, কং/৭৩২ মোঃ গোলাপ হোসেন, কং/১০৯৬ মোঃ রেজাউল করিম সকলেই মোহনপুর থানা, রাজশাহী গত ০৪/১০/২০২১ খ্রিঃ তারিখে বাদী থানা এলাকায় রাত্রীকালীন রন পাহারা, মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন ০৫/১০/২০২১ খ্রিঃ তারিখ রাত্রী ০১:৩০ ঘটিকায় সইপাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মোহনপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ জাফর শাহ @ জালফোর তার উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী টিনের ঘরের নিজ শয়ন কক্ষের ভিতরে মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করিতেছে।বাদী উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ রাত্রী ০১:৪০ ঘটিকায় রওনা হইয়া রাত্রী ০২:০০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামী মোঃ জাফর শাহ @ জালফোর তার দরজা খুলে কৌশলে পালাইবার চেষ্টাকালে সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ শামছুর রহমানের সহায়তায় বাদী আসামীকে ঘটনাস্থলেই হাতে-নাতে ধৃত করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে সে উপরোক্ত নাম ঠিকানা জানায়। বাদী তখন সাক্ষীদের দ্বারা তাদের নিজেদের দেহ তল্লাশি করাইয়া ও দেখাইয়া সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামী জাফর শাহ @ জালফোর এর দেহ তল্লাশী করিয়া তার পরিহিত লুঙ্গির ডান কোচা হইতে মাদকদ্রব্য বাদামী ধূসর বর্নের হেরোইন উদ্ধার করেন। বাদী তার সঙ্গে থাকা ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইনের ওজন হয় ১২.০০ (বার) গ্রাম মূল্য অনুমানঃ ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা উদ্ধার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-০২, তারিখ- ০৫/১০/২০২১; ধারা- ৩৬(১) এর ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ