২৪/০৯/২০২১ তারিখ নিয়মিত মামলার দুইজন আসামী এবং ০৩ জন গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।

২৫ সেপ্টেম্বর, ২০২১

ইং ২৩/০৯/২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই নিঃ/ নাসির তানোর থানা, সঙ্গীয় অফিসার ফোর্স সহ জিআর মামলা নং-৮৮/২১ এর আসামী ১। মোঃ আমিনুল ইসলাম (৪১), পিতা-মৃত মোস্তফা কামাল, সাং-চিমনা, এসআই নিঃ/ মোঃ মানিক উদ্দিন তানোর থানা, সঙ্গীয় অফিসার ফোর্স সহ জিআর মামলা নং-৮১/২১ এর আসামী ২। শ্রী সনজিত কুমার, পিতা-বিঞ্চু হলদার, সাং-মাশিন্দা (হিন্দুপাড়া),এসআই নিঃ/ মোঃ হাফিজুর রহমান তানোর থানা, সঙ্গীয় অফিসার ফোর্স সহ তানোর থানার মামলা নং-৩৫(০৯)২১ এর আসামী ৩।দীপক চন্দ্র কবিরাজ (৫০), পিতা-মৃত শিশির চন্দ্র কবিরাজ ৪। শ্রীমতি কল্পনা রানী (৪৫), স্বামী-দীপক চন্দ্র কবিরাজ,উভয় সাং-হরিদেবপুর, এসআই নিঃ/ মোঃ ছাইফুল ইসলাম, মুন্ডুমালা তদন্তকেন্দ্র, তানোর থানা, সঙ্গীয় অফিসার ফোর্স সহ তানোর জিআর মামলা নং-৮৮/২১ এর আসামী ৫। মোঃ বাবুল (৩৪), পিতা-মোঃ আফছার আলী, সাং-চুনিয়াপাড়া, সর্ব থানা-তানোর, জেলা-রাজশাহীদের গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ২৪/০৯/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ