০৮/০৯/২০২১ ইং তারিখ তানোর থানায় ভিন্ন ভিন্ন মাদক মামলার ০৪(চার) জন আসামী গ্রেফতার।
০৯ সেপ্টেম্বর, ২০২১
ইং ০৮/০৯/২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই নিঃ/মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ ইব্রাহিম মন্ডল(২৫), পিতা-ইসরাইল মন্ডল, সাং-গোল্লাপাড়া (পশ্চিম পাড়া), থানা- তানোর, জেলা –রাজশাহীকে ০৯ (নয়)পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী ২.মোঃ আরব আলী (৫৩), পিতা-মৃত হোসেন আলী, সাং-পারিশো (বাতাসপুর), থানা-তানোর, জেলা-রাজশাহীকে ১২(বার) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। এসআই(নিঃ) মোহাঃ নেজাম উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী ৩.শ্রী কৃষ্ণ (৪৮), পিতা-মৃত রাজনন্দ, সাং-পারিশো,(বাতাসপুর), থানা-তানোর, জেলা-রাজশাহীকে ০৫(পাঁচ) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার করেন এবং এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র, আসামী ৪.মোঃ বুলবুল আহম্মেদ ওরফে বাবলু(৩৪), পিতা-মোঃ সামসুদ্দিন, সাং-সাদিপুর, থানা-তানোর, জেলা-রাজশাহীকে ০২(দুই)গ্রাম হেরোইনসহ গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ০৯/০৯/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।