" পুঠিয়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান ভেজাল প্রসাধনী সামগ্রীর উপকরণ উদ্ধার, গ্রেফতার এক "
০৫ সেপ্টেম্বর, ২০২১
অদ্য ৪/৯/২০২২১ তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ মোঃ জুয়েল রানা (২২), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং- চক দোমাদী, ইউপি- ভালুকগাছি, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন কেমিক্যাল, ক্রীম, খালি মোড়ক ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রীসহ গ্রেফতার করেছে । গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ জানতে পারে যে, পুঠিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামস্থ এক বসতবাড়ীর নিচ তলায় বিভিন্ন রকম ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানায় কতিপয় লোকজন অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম আজ ০৪/০৯/২০২১ তারিখ অনুমান ১.২০ ঘটিকার সময় উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মো: জুয়েল রানাকে গ্রেফতার করে।অজ্ঞাতনামা ৬/৭ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ীর পিছনের গেট দিয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জুয়েল রানা জানায়, সে সহ আরো ৬/৭ জন দীর্ঘদিন ধরে বিএসটিআই কর্তৃক অনুমোদনবিহীন ভেজাল প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বিক্রয় কার্যক্রমের সাথে জড়িত। এ বিষয়ে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসমূহ : (১) OLIVA Beauty cream ১৪০(একশত চল্লিশ)বক্স। (২)OLIVA SCRUB with neem হালকা টিয়া রংয়ের ৫০(পঞ্চাশ)পিচ। (৩)JOLLY HYDROGEN PEROXIDE ০৬টি। (৪)OLIVA SCRUB MASSAGE CREAM with mango ২০(বিশ)টি। (৫)OLIVA SCRUB MASSAGE CREAM with milk ৪৫(পয়তাল্লিশ)টি। (৬)OLIVA SCRUB MASSAGE CREAM with Rose ১৪(চৌদ্দ) পিচ। (৭)OLIVA SCRUB MASSAGE CREAM with chandan ২৫(পঁচিশ) পিচ। (৮)OLIVA HERBAL SCRUB হালকা হলুদ ২০(বিশ)পিচ। (৯)BETNOVATE N CREAM ১,৪৬০(এক হাজার চারশত ষাট) পিচ। (১০)STILLMANS SKIN BEACH CREAM ১০(দশ)প্যাকেট। (১১)BETNOVATE C CREAM ১,০০০(এক হাজার) পিচ। (১২)OLIVA MESTA & ALL SPOT OUT CREAM ৫১০(পাঁচশত দশ) পিচ। (১৩) সাদা কৌটা যা মধ্যে ক্রীম জাতীয় পর্দাথ আছে মোট ০৪(চার)টি । (১৪) প্লাষ্টিকের সাদা রংয়ের ১০ লিটার জার্কিন ০২টি যার মধ্যে ২০লিটার ক্রীম তৈরির তরল কেমিক্যাল। (১৫)OLIVA লেভেল ০১ বস্তা। (১৬) মোম আধা বস্তা। (১৭) ক্রীমের প্লাষ্টিকের খালি কৌটা ও কর্ক ০১ বস্তা। (১৮) সিরামিকের কৌটা আড়াই বস্তা। (১৯) বেটনোভেট ক্রীমের টিউব আধা বস্তা। (২০) বিভিন্ন কোম্পানীর মোড়ক ০১ বস্তা। (২১) বিভিন্ন কোম্পানীর প্লাাস্টিকের খালি কৌটা ০১ বস্তা। (২২) সাদা পাউডার জাতীয় কেমিক্যাল ০১ বস্তা। (২৩)SKIN CARE BEAUTY CREAM, OLIVA ক্রীমের স্টিকার ০১ বস্তা। (২৪) এসএ কসমেটিক্স এর চালান মেমো বহি ০৮টি। (২৫) খাকি সিমেন্টের ০২ টি বস্তায় পাউডার জাতীয় কেমিক্যাল। (২৬) একটি টিনের তৈরি নীল রংয়ের ড্রাম ভর্তি ক্রীম জাতীয় পর্দাথ ৭৫ কেজি। (২৭) ০২টি নীল রংয়ের প্লাষ্টিকের ড্রামে তেল জাতীয় পর্দাথ ৭৫ লিটার। (২৮) ০৮ টি নীল রংয়ের কাটা ড্রাম প্রতি ড্রামে বিভিন্ন পরিমান মিশ্রিত কেমিক্যাল অনুমান ৭৫ কেজি। (২৯) ০১ টি ক্রীম তৈরির নীল রংয়ের লোহার তৈরি মেশিন। (৩০) ক্রীম তৈরি কাজে ব্যবহৃত লোহা ও স্টিলের তৈরি ০২ টি মেশিন। (৩১) প্যাকেট তৈরি কাজে ব্যবহৃত নীল ও সাদা রংয়ের মেশিন(স্টিলের ০২টি)। (৩২) খাকি রংয়ের কাগজের কাটন ৯০ পিচ।