০২/০৯/২০২১ তারিখ খুন মামলার তিন জন আসামী গ্রেফতার।
০৩ সেপ্টেম্বর, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই নিঃ/মোঃ আঃ সালাম, তানোর থানা, সঙ্গীয় অফিসার ফোর্স সহ তানোর থানার ক্ললেস হত্যা মামলা নং-০২ তারিখ ০২/০৯/২০২১ ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী ১। শ্রী জিতেন চন্দ্র পন্ডিত (৪৬), পিতা-মৃত বিরেন চন্দ্র পন্ডিত ২। শ্রীমতি কামনা রানী (৩৩), স্বামী-শ্রী জিতেন চন্দ্র পন্ডিত ৩। শ্রী জয় চন্দ্র পন্ডিত (২১), পিতা-শ্রী জিতেন চন্দ্র পন্ডিত, সর্ব সাং-দূর্গাপুর, জেলা-রাজশাহীদের গ্রেফতার, করে । ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগন মনিরুলকে হত্যার কথা স্বীকার করে।হত্যাকান্ডে ব্যবহৃত আলামত আসামীদের দেখানো মতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ০৩ জন আসামী অদ্য বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রেরণ করেন। জবানবন্দী শেষে বিজ্ঞ আদালত উক্ত আসামীগনকে জেল হাজতে প্রেরণ করে।