মোহনপুরে র্যা ব কর্তৃক ৬০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ ০১জন আসামী গ্রেফতার।

০৩ সেপ্টেম্বর, ২০২১

ডিএডি মোঃ মোক্তার হোসেন সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ মিথুন ইসলাম (০১৭৮৭৯২১৮৭৩), এসআই(এবি)/১১ মুহাম্মদ রফিকুল ইসলাম(০১৭১৬-১০৫৭৯৬), এএসআই(নিঃ)/মোঃ মুক্তার হোসেন(০১৭১৬-৬০৪১৭৯), সিপাহী/১৯১১৮৫৩ মোঃ আলম বাদশা (০১৭২৪-৪২৭৮৩২), ড্রাইঃ কং/৬৭৩৮ মাখন চন্দ্র রায় (০১৭২২৯৭১৬১৮) সকলেই সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীগনের যৌথ প্রচেষ্টায় মামলার বাদী রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ধুরইল ইউনিয়ন এর খানপুর গ্রামস্থ বেইলি ব্রীজের পূর্বদিক সংলগ্ন বুরুজঘাট পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করিয়া ইং ০২/০৯/২০২১ খ্রিঃ ১৪.০০ ঘটিকার সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজশাহী জেলার মোহনপুর থানাধীন ধুরইল ইউনিয়ন এর খানপুর গ্রামস্থ বেইলি ব্রীজের পূর্বদিক সংলগ্ন বুরুজঘাট পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন ব্যক্তি কৌশলে তার সাথে থাকা মোটরসাইকেল ফেলে রেখে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই উক্ত ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী স্বীকার করে যে, তাহার সাথে থাকা মোটরসাইকেলের পেছনের ক্যারিয়ারে ঝুলানো শপিং ব্যাগে অবৈধ মাদকদ্রব্য হেরোইন আছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ আরো অনেকের উপস্থিতিতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তাহার উপরে উল্লিখিত নাম ও ঠিকানা প্রকাশ করে। সাক্ষীদের সামনে ধৃত আসামীর দেহ তল্লাশিকালে ও তাহার হেফাজতে থাকা মোটরসাইকেলের পেছনের ক্যারিয়ারে ঝুলানো (ক) ০১ টি নীল রংয়ের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ০৬(ছয়)টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত যথাক্রমেঃ (১০০+১০০+১০০+১০০+১০০+১০০)= ৬০০ (ছয়শত) গ্রাম হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য হেরোইন সাদৃশ্য পাউডার (যাহা বাদীর নিকটে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা ওজন করা হয়), যাহার মূল্য অনুমান (৬০০×১০,০০০) = ৬০,০০,০০০/-(ষাট লক্ষ) টাকা, মাদক কারবারীর কাজে ব্যবহৃত ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হইতে তাহার নিজ হাতে বাহির করে দেওয়ামতে (খ) ০১ টি কালো রংয়ের পুরাতন ব্যবহৃত Symphony BL96 মডেলের বাটন মোবাইল ফোন যাহার মধ্যে ০১ টি সীমকার্ড সংযুক্ত এবং তাহার হেফাজতে থাকা মাদক পরিবহন কাজে ব্যবহৃত (গ) ০১টি লাল রংয়ের পুরাতন ব্যবহৃত HERO HONDA Splender 100 CC মোটর সাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-১৯-২৮৭৫, উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত আসামী মোঃ রবিউল ইসলাম (৩৯), পিতা- মৃত মানিক মোল্লা , স্থায়ী : গ্রাম- দূর্গাপুর, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ এর বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার এফ আই আর নং-৩/১৩৫, তারিখ- ০২ সেপ্টে, ২০২১; জি আর নং-১৩৫, তারিখ- ০২ সেপ্টে, ২০২১; সময়- ১৫.৫০ ধারা- ৩৬(১) এর ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ