মোহনপুরে মাদকদ্রব্য ১২ (বারো) লিটার চোলাইমদ এবং ০৫(পাঁচ) গ্রাম হেরোইনসহ দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
২৯ অগাস্ট, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, সঙ্গীয় এসআই/মোঃ পারভেজ রানা পলাশ, এএসআই/মোঃ আতিকুর রহমান, এএসআই/মোঃ এরশাদ আলী, কং/৮৭২ শাহানুর রহমান এবং এসআই(নিঃ)/মোঃ তাজুল ইসলাম, সঙ্গীয় এসআই(নিঃ)/রাজু আহমেদ, এএসআই(নিঃ)/মোঃ সেলিম রেজা, কং/১০৪২ মোঃ জিয়াদুল ইসলাম সকলেই মোহনপুর থানা, রাজশাহীগন পৃথক পৃথক ভাবে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা হইয়া মামলার বাদী মোঃ আলহাজ উদ্দিন জানিতে পারেন যে, মোহনপুর থানাধীন ধোপাঘাটা বাজারস্থ ভাই ভাই ট্রেডার্স(প্রোপাইটর মোঃ মশিউর রহমান মাসুম) এর দক্ষিণ মুখী সার ও কীটনাশক দোকানের সামনে আসামী মোঃ নাজমুল প্রাং @ খতিব (৬০), পিতা মৃত- আদম প্রাং, সাং- বাকশিমইল (ধোপাঘাটা পূর্বপাড়া), থানা- মোহনপুর জেলা- রাজশাহী মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয় করিতেছে। বাদী উক্ত সংবাদ তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে অবহিত করিয়া তার নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং২৮/০৮/২১ তারিখ ১৭.০৫ ঘটিকায় রওনা হইয়া ১৭.১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন ব্যক্তি কৌশলে পালাইবার চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসারের সহায়তায় তাকে বাদী নিজেই হাতে নাতে ধৃত করেন। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে সে তার উপরোক্ত নাম ঠিকানা জানায়। অতঃপর বর্ণিত ঘটনাস্থলে ধৃত আসামী মোঃ নাজমুল প্রাং @ খতিব এর বাম হাতে ধরে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে ০২(দুই)টি সাদা রংয়ের ০৫(পাঁচ) লিটারের প্লাস্টিকের বোতলে এবং ০১(এক)টি সাদা রংয়ের দুই লিটারের প্লাস্টিকের বোতলে মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ পাওয়া যায়। তখন বাদীর সঙ্গে থাকা ডিজিটাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে (০৫+০৫+০২)=১২ লিটার মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ হয় । অপর মামলার বাদী মোঃ তাজুল ইসলাম জানিতে পারেন যে, মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া গ্রামস্থ জনৈক মোঃ আয়নাল হক(৪৯),পিতা মৃত-রমজান আলী শাহ্ এর বাড়ীর পূর্বপাশের্^ বাঁশ ঝাড়ের নিকটে আসামী মোঃ আয়নাল হক (৪৯), পিতা মৃতঃ রমজান আলী শাহ্, সাং-তাহেরপুর পাকুড়িয়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করিতেছে। বাদী উক্ত সংবাদ তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ২২.০৫ ঘটিকায় রওনা হইয়া ২২.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ০১জন ব্যক্তি কৌশলে পালাইবার চেষ্টাকালে সঙ্গীয় এএসআই/মোঃ সেলিম রেজার সহায়তায় তাকে হাতে নাতে ধৃত করেন। উপস্থিত সাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে সে তার উপরোক্ত নাম ঠিকানা জানায়। তখন সাক্ষীদের দ্বারা বাদী নিজের দেহ তল্লাশি করাইয়া সাক্ষীদের উপস্থিতিতে বাদী ধৃত আসামীর দেহ বিধিমোতাবেক তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির ডান টেমর হইতে সাদা পলিথিনে মোড়ানো ধূসর বর্ণের মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেন। বাদীর সঙ্গে থাকা ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে পলিথিনসহ হেরোইন এর ওজন হয় ০৫.০০ (পাঁচ) গ্রাম হেরোইন হয়। পরবর্তীতে আসামী মোঃ নাজমুল প্রাং @ খতিব (৬০), পিতা মৃত- আদম প্রাং, সাং- বাকশিমইল (ধোপাঘাটা পূর্বপাড়া), থানা- মোহনপুর জেলা- রাজশাহীর বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-২৩/১৩১, তারিখ- ২৮ আগষ্ট, ২০২১; জি আর নং-১৩১, তারিখ- ২৮ আগষ্ট, ২০২১; ধারা- ৩৬(১) এর ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবং আসামী মোঃ আয়নাল হক (৪৯), পিতা মৃতঃ রমজান আলী শাহ্, সাং-তাহেরপুর পাকুড়িয়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীর মোহনপুর থানার এফ আই আর নং-২৪/১৩২, তারিখ- ২৯ আগষ্ট, ২০২১; জি আর নং-১৩২, তারিখ- ২৯ আগষ্ট, ২০২১; ধারা- ৩৬(১) এর ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।