মোহনপুরে মাদকদ্রব্য ১৫ (পনের) লিটার চোলাইমদসহ দুইজন আসামী গ্রেফতার। তন্মেধ্যে ০২নং আসামী শ্রীমতি ভারতী রানী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
২৬ অগাস্ট, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ,সঙ্গীয় এএসআই/মোঃ আব্দুল খালেক, এএসআই/মোঃ সেলিম রেজা, কং/১২৯৫ মোঃ মাফিজুর রহমান, নারী কং/১০৮০ মোছাঃ জোহরা খাতুন সকলেই মোহনপুর থানা, রাজশাহী। মামলার বাদী কেশরহাট বাজারে অবস্থানকালে ২০.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মোহনপুর থানাধীন রায়ঘাটি আদিবাসি পাড়াস্থ শ্রীমতি রুপামনি এর দক্ষিন ভিটার উত্তর দুয়ারী মুদিখানা দোকানের সামনে দুইজন ব্যক্তি দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয় করিতেছে। বিষয়টি অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে অবগত করিয়া ২৫/০৮/২০২১ খ্রিঃ তারিখে ২০.৫০ ঘটিকায় ঘটনার সত্যতা যাচাই করার জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা হয়। অতঃপর ২০.৫৫ ঘটিকায় শ্রীমতি রুপামনি এর দোকানের নিকটে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ আব্দুল খালেক এর সহায়তায় আসামী মোঃ জাহিদুল @ শহিদুল(২০) এবং নারী কং/১০৮০ মোছাঃ জোহরা খাতুন এর সহায়তায় আসামী শ্রীমতি ভারতী রানী (৪৭) দ্বয়কে উক্ত ঘটনাস্থলে হাতে নাতে ধৃত করেন। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগনসহ আরো অনেকের উপস্থিতিতে আসামীদ্বয়ের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তারা তাদের উপরোক্ত নাম ঠিকানা জানায় এবং তারা উভয়ই আরো জানায় যে পরস্পর সন্মতিতে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয় করিতেছিল। অতঃপর ধৃত ০১নং আসামী মোঃ জাহিদুল @ শহিদুল এর হেফাজত হইতে শ্রীমতি রুপামনি এর দোকানের সামনে হতে ০৩(তিন) টি সাদা রংয়ের ০৫(পাঁচ) লিটারের প্লাস্টিকের বোতলে সর্বমোট ১৫ (পনের) লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেন । তখন বদীর সঙ্গে থাকা ডিজিটাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে ০৫ লিটার করে সর্বমোট ১৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ হয় পরবর্তীতে তাদের বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-২২/১৩০, তারিখ- ২৫ আগষ্ট, ২০২১; জি আর নং-১৩০, তারিখ- ২৫ আগষ্ট, ২০২১; ধারা- ৩৬(১) এর ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।