মোহনপুরে খুন মামলার ০১ (এক) জন পলাতক আসামী গ্রেফতার।
২৪ অগাস্ট, ২০২১
গত ৩/৪ দিন পূর্বে মোঃ রফিকুল জনৈক মোঃ এনামুল হক(৩২)এর কীটনাশকের দোকান হইতে কীটনাশক ক্রয় করে নিজ পান বরজে ব্যবহার করায় পানের বরজের পানের ক্ষতি হওয়ায় আসামী মোঃ রফিকুল ও গ্রেফতারকৃত মোঃ আঃ মতিন প্রাং এর সাথে কীটনাশক দোকানদার মোঃ এনামুল হকের বাকবিতন্ডা হয়। গত ১৯/০৮/২০২১ইং তারিখ সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় জনৈক অপর মোঃ এনামুল হক(৩৪)এর ঔষধের দোকানের সামনে জনৈক মোঃ আতাউর রহমানের চা স্টলে আসামী মোঃ আঃ মতিন প্রাং কীটনাশক দোকানদার মোঃ এনামুল হক(৩২)কে গালিগালাজ করে। তখন ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকী গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ মতিন প্রাং কে গালিগালাজ করিতে নিষেধ করায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। তারই প্রেক্ষিতে গত ইং ১৯/০৮/২০২১তারিখ রাত্রি ২১.৩০ ঘটিকায় আসামী মোঃ আঃ মতিন প্রাং ও মোঃ রফিকুল ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকীকে পূর্ব-পরিকল্পিভাবে হত্যার উদ্দেশ্যে মোহনপুর থানাধীন বিরহী দক্ষিণ পাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনোয়ার হোসেন(৪৫)এর মুদি দোকানের সামনে ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকী বাড়িতে ফেরার পথে পৌছাইলে পূর্বের গালিগালাজ ও কথা কাটাকাটি ও বাকবিতন্ডা জের ধরিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ মতিন প্রাং এর হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকীর ডান পাঁজরে ও ডান বুকে এবং বাম হাতের মাঝামাঝি স্বজোরে উপর্যুপরি আঘাত করে গুরুত্বর ও রক্তাক্ত গভীর কাটা জখম করে এবং ০২নং পলাতক আসামী মোঃ রফিকুল তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকীর পিঠে স্বজোরে কোপ মেরে গুরুত্বর রক্তাক্ত গভীর কাটা জখম করে। তখন অপর জখমী মোঃ জাহিদুল ইসলাম @ জুয়েল(৩৫) তার পিতা ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকীকে আসামীদ্বয়ের কবল হইতে উদ্ধার করার জন্য আগাইয়া গেলে ০২নং আসামী মোঃ রফিকুল এর হাতে থাকা হাসুয়া দিয়ে জাহিদুল ইসলাম @ জুয়েলকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিলে উক্ত কোপটি তার বাম হাতের কব্জিসহ হাতের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে ও ০১নং আসামী মোঃ আঃ মতিন প্রাং এর হাতে থাকা চাকু দিয়ে জখমী জাহিদুল ইসলাম @ জুয়েল এর পিঠে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত ও গভীর কাটা জখম করে। ঘটনার সময় ঘটনাস্থলের অতি সন্নিকটে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষী মোঃ তোফাজ্জল হোসেন (২৮) সহ অন্যান্য প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আসামীদ্বয়কে নিবৃত করার চেষ্টা করলে আসামী মোঃ আঃ মতিন প্রাং চাকু হাতে ও আসামী মোঃ রফিকুল হাসুয়া হাতে ঘটনাস্থলে হইতে দক্ষিন দিকে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলের অতি সন্নিকটে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষীসহ অন্যান্য প্রত্যক্ষদর্শী সাক্ষীরা ও প্রতিবেশীগন উভয় জখমীদ্বয়কে মৃত প্রায় রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে মোটরসাইকেলযোগে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জখমীদ্বয়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষনিক ভাবে হাসপাতালের সরকারি এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে প্রেরণ করে সাক্ষীগনেরা জখমীদ্বয়কে ভর্তি পূর্বক চিকিৎসা অব্যাহত রাখে। পরবর্তীতে ইং২০/০৮/২০২১ তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর জখমপ্রাপ্ত হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোহাম্মদ আলী সিদ্দিকী মৃত্যুবরণ করে।আসামীর পিসিপিআর যাচাই করিয়া তাহার বিরুদ্ধে ১। মোহনপুর থানার এফ আই আর নং-২/১৫০, তারিখ- ০১ জুলাই, ২০১৮; জি আর নং-১৫০, তারিখ- ০১ জুলাই, ২০১৮; ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/৫০৬ পেনাল কোড-১৮৬০; রুজু আছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার এফ আই আর নং-১৮/১২৬, তারিখ- ২১ আগষ্ট, ২০২১; জি আর নং-১২৬, তারিখ- ২১ আগষ্ট, ২০২১; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- ৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এজাহারনামীয় পলাতক আসামী- ১। মোঃ আঃ মতিন প্রাং (২২), পিতা মোঃ রফিকুল, মাতা- মোছাঃ পিয়ারা,সাং-বিরহী(দক্ষিনপাড়া),থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন ডিসি অফিস সংলগ্ন শহিদ মিনারের উত্তরে পাকা রাস্তার উপর হইতে গত ইং ২৩/০৮/২০২১ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকায় গ্রেফতারপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে।