মোহনপুরে ১০ (দশ) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২২ অগাস্ট, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আমজাদ হোসেন, সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ আব্দুর রব, এএসআই (নিঃ)/মোঃ আনোয়ারুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ হারুন অর রশিদ, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল খালেক, সকলেই মোহনপুর থানা, রাজশাহী কর্তৃক আসামী শ্রী লিটন রায় (২৮), পিতা- মৃত- নরেন রায়, মাতা- শ্রীমতি আরতি রায় , স্থায়ী : (বজরপুর ত্রিমোহনী), গ্রাম- বাজারপুর, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ, বর্তমান : (মোগাছি বাগানপাড়া), গ্রাম- মাওগাছি, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ কে মোহনপুর থানাধীন মৌগাছি গ্রামস্থ জনৈক ইসমত মাষ্টার(৪০), পিতা মৃত- ওসমান কারিগর এর আম বাগানের উত্তর পাশে আসামী শ্রী লিটন রায়, পিতা মৃত-নরেন রায় এর বসত বাড়ীর ভিতরে খড়ি রাখা টিনের ছাপড়ার ভিতরে প্লাস্টিকের বোতলে দেশীয় তৈরি ১০ (দশ) লিটার চোলাইমদ সহ আটক করা হয়। তখন বাদী সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দেখানো মতে খড়ি রাখার টিনের ছাপড়ার মধ্যে সংরক্ষিত ০৫টি প্লাস্টিকের সাদা রংয়ের বোতলে ১০ (দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করেন। বাদীর সঙ্গে থাকা ডিজিটাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে ০৫টি প্লাস্টিকের সাদা রংয়ের বোতলসহ চোলাইমদ এর সর্বমোট ওজন হয় (৫x২)=১০ লিটার, যাহার অনুমান মূল্য ৪,০০০/- (চার হাজার) টাকা উদ্ধার করা হয় ।থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া আসামী লিটন রায় এর বিরুদ্ধে ১। মোহনপুর থানার এফ আই আর নং-৬/৮১, তারিখ- ১০ জুন, ২০২১; জি আর নং-৮১, তারিখ- ১০ জুন, ২০২১; ধারা- ৩৬(১) এর ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। মোহনপুর থানার এফ আই আর নং-৮/২৯৫, তারিখ- ১৩ ডিসে, ২০১৮; জি আর নং-২৯৫, তারিখ- ১৩ ডিসে, ২০১৮; ধারা- ২০/২২(গ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ৩। মোহনপুর থানার এফ আই আর নং-৩২/৮২, তারিখ- ৩১ মার্চ, ২০১৯; জি আর নং-৮২, তারিখ- ৩১ মার্চ, ২০১৯; ধারা- ৩৬(১) এর ২৪(খ)/৩৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এই মামলাগুলি পাওয়া গেল। পরবর্তীতে তার বিরুদ্ধে মোহনপুর থানার মামলা নং- ১৯, তারিখ- ২১/০৮/২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(ক) মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।