মোহনপুরে ০৫.০০ গ্রাম হেরোইন সহ ০১ জন গ্রেফতার।

১৯ অগাস্ট, ২০২১

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ সঙ্গীয় কং/৯৭৭ মোঃ সাবলু মিয়া, কং/৬৪৬ মোঃ হানিফ উদ্দিন, কং/৭২৬ মোঃ ফিরোজ হোসেন সকলেই মোহনপুর থানা রাজশাহী কর্তৃক মোহনপুর থানাধীন ধোরসা সরদারপাড়া (পূর্বপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ আতাউর রহমান বুলবুল, পিতা- ইসাহাক আলী এর মুদি দোকানের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ সোহেল রানা (২৭), পিতা- মৃত বাদশা মিলমালত, সাং- তাহেরপুর পাকুড়িয়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীর দখল হইতে উদ্ধারকৃত ০৫.০০ (পাঁচ)গ্রাম হেরোইন যাহার মুল্য অনুমান- ১২,৫,০০/- (বার হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয় । থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া আসামী সোহেল রানার বিরুদ্ধে (১) মোহনপুর থানার মামলা নং- ১৮, তারিখ- ২৬/১০/১৮, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ)/২৫, (২) আরএমপি এর রাজপাড়া থানার মামলা নং- ৮১, তারিখ- ২৬/০৯/১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)এর১(ক), (৩) মোহনপুর থানার মামলা নং-১১, তারিখ- ২১/১১/১৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ২৬ মামলাগুলি পাওয়া গেল।  পরবর্তীতে তার বিরুদ্ধে মোহনপুর থানার মামলা নং- ১৭, তারিখ- ১৯/০৮/২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক) মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ