মোহনপুরে মাদকদ্রব্য ১০ (দশ) গ্রাম হেরোইনসহ দুইজন আসামী গ্রেফতার। তন্মেধ্যে ০২নং আসামী মোঃ ছবির উদ্দিন @ হাবিব মাদক তালিকাভুক্ত

১৯ অগাস্ট, ২০২১

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, সঙ্গীয় এএসআই/মোঃ আতিকুর রহমান, এএসআই/মোঃ এরশাদ আলী, কং/৪৮৫ সজিব চন্দ্র সরকার সকলেই মোহনপুর থানা, রাজশাহী। মামলার বাদী সইপাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দুইজন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে বহন করিয়া বিত্রয়ের উদ্দেশ্যে জাহানাবাদের দিক থেকে ভাতুরিয়ার দিকে আসিতেছে।বাদী উক্ত সংবাদ তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ ১৫.১০ ঘটিকায় রওনা করিয়া ১৫.২৫ ঘটিকায় মোহনপুর থানাধীন ভাতুরিয়া গ্রামস্থ জনৈক মোঃ মাহবুব অর রশিদ (সাবেক ইউপি চেয়ারম্যান), পিতা মৃত- আনিছুর রহমান এর বসত বাড়ির দক্ষিন পাশে ভাতুরিয়া হতে জাহানাবাদগামী পাকা রাস্তার উপরে পৌছিলে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ তমিজ উদ্দিন (৩২), পিতা- মৃত- ফয়েজ উদ্দিন , স্থায়ী : গ্রাম- ভাতুরিয়া, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, এবং আসামী  ২।মোঃ ছবির মন্ডল @ হাবিব (৩৫), পিতা- মৃত- আব্দুর রহমান , স্থায়ী : গ্রাম- ভাতুরিয়া, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, বাংলাদেশ ব্যক্তিদ্বয়কে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ হাতেনাতে ধৃত করেন। উল্লেখ যে, ধৃত ০১নং আসামী মোঃ তমিজ উদ্দিন এর নিকট হতে ০৫.০০ গ্রাম এবং ০২নং আসামী মোঃ ছবির উদ্দিন @ হাবিব এর নিকট হতে ০৫.০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেন। অতঃপর বাদীর সঙ্গে থাকা ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা হেরোইনগুলো পরিমাপ করিলে ওজন হয় ০১নং আসামীর নিকট হতে প্রাপ্ত ০৫.০০ (পাঁচ) গ্রাম এবং ০২নং আসামীর নিকট হতে প্রাপ্ত ০৫.০০ (পাঁচ) গ্রাম কাগজসহ সর্বমোট (০৫.০০+০৫.০০)= ১০ (দশ) গ্রাম হেরোইন হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-১৩/১২১, তারিখ- ১৭ আগষ্ট, ২০২১; জি আর নং-১২১, তারিখ- ১৭ আগষ্ট, ২০২১; ধারা- ৩৬(১) এর ৮(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ