মোহনপুরে নারী ও শিশু মামলার ০১ (এক) জন আসামী গ্রেফতার।
১৫ অগাস্ট, ২০২১
মামলার বাদী মোছাঃ খাদিজা খাতুন (২০), পিতা- মোঃ মোনতাজ আলী, মাতা- মোসাঃ আরজিয়া বিবি, (জন্ম সনদ- ২০০১৮১১৫৩৬৭০১৯৮৭২) সাং- বেড়াবাড়ী, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী গত ০৪ বছর পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ নিজাম উদ্দিন এর সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান হয়। বিবাহের পর থেকেই উক্ত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা বাদীকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করছিল। উক্ত বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আত্বীয়স্বজন আপোষ-মিমাংসা চেষ্টা করিয়া ব্যর্থ হয়। ইতিপূর্বে বাদীর বাবা তার সুখের কথা চিন্তুা করিয়া বিভিন্ন সময় নগদ ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা, ১২ আনা ওজনের স্বর্ণের গহনা যাহার মূল্য ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকাসহ সর্বমোট= ২,৭৫,০০০/- (দুই লক্ষ পচাত্তর হাজার) টাকা দেয়। পরবর্তীতে যৌতুক না পাইয়া ধৃত আসামী নিজাম গত ফেব্রুয়ারী/২০২১ খ্রিঃ মাসে বাদীকে তালাক প্রদান করে। আপোষ-মিমাংসার মাধ্যেমে পুনরায় আসামী নিজাম বাদীকে ফেব্রুয়ারী/২০২১ খ্রিঃ মাসেই আবার বিবাহ করে। পরবর্তীতে বাদীসহ তার পরিবারের লোকজন জানিতে পারে যে, আসামী নিজাম তাদের কাওকে না জানাইয়া ২য় বিবাহ করিয়াছে। গত ১৩/০৮/২০২১ খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় ধৃত আসামীসহ এজাহারনামীয় আসামীগন পরস্পর যোগসাজসে মোহনপুর থানাধীন মৌগাছী গ্রামস্থ আসামী নিজামের বসত বাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী ঘরে গিয়া বাদীর বাবার নিকট হইতে যৌতুক বাবদ ৫০,০০০/- টাকা আনিয়া দিতে বলে। বাদী যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করিলে এজাহারনামীয় সকল আসামীগন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদী আসামীগনকে গালিগালাজ করিতে নিষেধ করিলে এজাহারনামীয় আসামীদ্বয়ের সহযোগীতায় ধৃত আসামী নিজাম তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাদীকে এলোপাথারিভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছেলাফুলা রক্তাক্ত জখম করে এবং খুন জখমের বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখায়। পরবর্তীতে একই তারিখে বাদীর বাবা বাদীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগ, ওয়ার্ড নং-৪১, ইউনিট নং- বি-৬ এ ভর্তি করে চিকিৎসা করায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং- ১০, তাং-১৪/০৮/২০২১ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১ (গ)/৩০ রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে আসামী নিজাম উদ্দিনকে গত ১৪/০৮/২০২১ খ্রিঃ তারিখে আসামীর নিজ বসত বাড়ি হইতে গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে।