মোহনপুরে ২.০০ (দুই) গ্রাম হেরোইনসহ একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৩ অগাস্ট, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ সোলাইমান আলী, কং/৬২৫ মোঃ রাজু মন্ডল, কং/৭৮২ মোঃ নাজির হোসেন সরকার, কং/১৭১৮ মোঃ তৌরিকুল ইসলাম কর্তৃক আসামী শ্রী নিত্য কুমার প্রমানিক (৩৩), পিতা- শ্রী নিমাই চন্দ্র প্রমানিক, গ্রাম- বাকশিমইল, থানা- মোহনপুর, রাজশাহীকে মোহনপুর থানাধীন বাকশিমইল গ্রামস্থ আসামী শ্রী নিত্য কুমার প্রামানিক (৩৩), পিতা- শ্রী নিমাই চন্দ্র প্রমানিক এর তার বসত বাড়ী তল্লাশীকালে তার বসত বাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী শয়ন ঘরের মধ্যে বিছানার উপর হইতে সাদা পলিথিনের মধ্যে রক্ষিত বাঁশপাতা কাগজে মোড়ানো অবস্থায় বাদামী রংয়ের মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। বাদীর সঙ্গে থাকা ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে পলিথিনসহ হেরোইন এর ওজন হয় ০২.০০ (দুই) গ্রাম, যাহার অনুমান মূল্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং ২। মাদক ক্রয়-বিক্রয়ের মোট ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-৭/১১৫, তারিখ- ১৩ আগষ্ট, ২০২১; জি আর নং-১১৫, তারিখ- ১৩ আগষ্ট, ২০২১; সময়- ০৭:৪৫ ঘটিকা ধারা- ৩৬(১) এর ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া আসামী শ্রী নিত্য কুমার প্রমানিক এর বিরুদ্ধে ১। মোহনপুর থানার এফ আই আর নং-১০, তারিখ- ১৪ জুলাই, ২০১০; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২। মোহনপুর থানার এফ আই আর নং-৭, তারিখ- ২১ জানু, ২০১৪; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩। মোহনপুর থানার এফ আই আর নং-১৬, তারিখ- ২৫ জুলাই, ২০১৬; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৪। মোহনপুর থানার এফ আই আর নং-১৭/২৪১, তারিখ- ২৩ ডিসে, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৫। মোহনপুর থানার এফ আই আর নং-১৫/১৯১, তারিখ- ০৮ আগষ্ট, ২০১৮; ধারা- ১৯(১)(ক)/১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৬। মোহনপুর থানার এফ আই আর নং-১৭/৬৭, তারিখ- ১৬ মার্চ, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৭। মোহনপুর থানার এফ আই আর নং-৪/১৩৯, তারিখ- ০৪ জুন, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ৮। মোহনপুর থানার এফ আই আর নং-৯/২৬৫, তারিখ- ১০ অক্টে, ২০১৯; ধারা- ৩৬(১) এর ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৯। মোহনপুর থানার মামলা নং-১৭, তারিখ- ২৮/০৭/২০২১, ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এই মামলাগুলি পাওয়া গেল।