" করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ তৃতীয় লিংগ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ "

০৪ অগাস্ট, ২০২১

অদ্য ০৪-০৮-২০২১ ইং তারিখ বেলা ১১.০০ টায় পুলিশ লাইন্স ড্রীলশেডে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ তৃতীয় লিংগ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ তৃতীয় লিংগ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেন রাজশাহী রাজশাহী রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম স্যার। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম স্যার। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি বস্তায় করে চাল, ডাল, সয়াবিন তেল ও আলু প্রদান করা হয়। রাজশাহীর অসহায় ও দুস্থ তৃতীয় লিংগ জনগোষ্ঠীর ১২০ জনকে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারির শুরুর প্রথম থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের ন্যায় রাজশাহী রেঞ্জের প্রতিটি ইউনিট সমাজের অসহায় ও দুস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে । বর্তমানে তৃতীয় লিংগের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনার বিরুপ প্রভাবে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া তিনি সকলকে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ সবসময় আইনশৃংখলার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের পাশে থাকবে বলে জানান।







সর্বশেষ সংবাদ