মোহনপুরে ৪২ লিটার দেশিয় তৈরী চোলাইমদসহ ০৪ (চার) জন গ্রেফতার।

০২ অগাস্ট, ২০২১

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মোতালেব হোসেন, সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ এরশাদ আলী, এএসআই(নিঃ)/মোঃ সোলাইমান আলী, কং/১২৯৫ মোঃ মাফিজুর রহমান, নারী কং/১০৮০ মোসাঃ জোহরা খাতুন কর্তৃক মোহনপুর থানাধীন পিয়ারপুর পশ্চিমপাড়া সাকিনে ধৃত আসামী শ্রী নিমাই সিং (৪৫), পিতা- মৃত লাফারু সিং এর বসত বাড়ী হইতে  ১. শ্রী নিমাই সিং (৪৫), পিতা- মৃত লাফারু সিং , স্থায়ী : পিয়ারপুর পশ্চিমপাড়া, গ্রাম- পেয়ারপুর, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, ২. শ্রীমতি রিতা সিং (৪১), স্বামী/স্ত্রী- শ্রী নিমাই সিং , এনআইডি- 8115327384989, স্থায়ী : পিয়ারপুর পশ্চিমপাড়া, গ্রাম- পেয়ারপুর, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, ৩. শ্রী সুধির কুমার সিং (৩১), পিতা- শ্রী খিতিশ সিং , এনআইডি- 5967987388, স্থায়ী : পিয়ারপুর পশ্চিমপাড়া, গ্রাম- পেয়ারপুর, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহী, ৪. শ্রী লিটন সিং (২৯), পিতা- শ্রী নিখিল সিং , এনআইডি- 6003531792, স্থায়ী : পিয়ারপুর পশ্চিমপাড়া, গ্রাম- পেয়ারপুর, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহীদেরকে ১নং আসামী নিমাই সিং এর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী খড়ি রাখার ঘরের মধ্যে হইতে ০১টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামসহ সর্বমোট ৪২ (বিয়াল্লিশ) লিটার চোলাইমদ, যাহার মূল্য অনুমান ২১,০০০/- (একুশ হাজার) টাকাসহ হাতে নাতে ধৃত করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-২/১১০, তারিখ- ০১ আগষ্ট, ২০২১; জি আর নং-১১০, তারিখ- ০১ আগষ্ট, ২০২১; সময়- ১৮:১০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ