মোহনপুরে ৯০ বোতল মাদকদ্রব্য এ্যালকোহল সহ ০২ জন আসামী গ্রেফতার।

১৪ জুলাই, ২০২১

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ মোতালেব হোসেন ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ১৩/০৭/২০২১ খ্রিঃ তারিখে ২০:১৫ ঘটিকায় মোহনপুর থানাধীন বাটুপাড়া পশ্চিমপাড়া গ্রামস্থ আসামী মোঃ শাফিকুল ইসলাম (৪০), পিতা- মৃত নীলচান এর বসত বাড়ীর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের খাটের নিচে একটি চটের বস্তায় মাদকদ্রব্য এ্যালকোহলসহ আসামী ১। মোছাঃ ইতি খাতুন (২৫), স্বামী- মোঃ শাফিকুল ইসলাম , গ্রাম- বাটুপাড়া পশ্চিমপাড়া, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন।তখন ২নং আসামী ২। মোঃ শাফিকুল ইসলাম কৌশলে ঘটনাস্থল হতে পালাইয়া যায়। বাদী সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী ইতি খাতুনকে পলাতক আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে, সে পলাতক আসামী তার স্বামী  বলিয়া জানায়। মামলার বাদী তখন সাক্ষীদের উপস্থিতিতে খাটের নিচে সংরক্ষিত একটি চটের বস্তায় রক্ষিত সর্বমোট= ৯০ (নব্বই) বোতল HOMOEOPATHIC MEDICINE, MODEL HOMOEO COMPLEX (PVT) LTD GAZIPUR BANGLADESH ALCOHOL V/V 100 ML মাদকদ্রব্য এ্যালকোহল ধৃত আসামীর হেফাজত হইতে উদ্ধার করেন, যাহার অনুমান মূল্য ২৭,০০০/- (সাতাইশ হাজার) টাকা। পরবর্তীতে উক্ত ঘটনা সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং-০৬ তাং-১৪/০৭/২০২১ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২৬/৪১ রুজু করা হয় এবং পলাতক আসামী ২। মোঃ শাফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত নীলচান, সাং- বাটুপাড়া পশ্চিমপাড়া, থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ আমজাদ হোসেন তার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ