মোহনপুরে নারী ‍ও শিশু মামলার ০১ (এক) জন আসামী গ্রেফতার।

১৮ জুন, ২০২১

গত ইং ১৭/০৬/২০২১ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় মোহনপুর থানাধীন বসন্তকেদার সাকিনের ভিকটিম মোছাঃ সাথী খাতুন (১২), পিতা মোঃ আব্দুল মজিদ, সাং- বসন্তকেদার, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী তার বসত বাড়ির শয়ন কক্ষে টিভি দেখছিল। উক্ত সময় পার্শ্ববর্তী গ্রামের পরিচিত প্রতিবেশী এজাহারনামীয় আসামী মোঃ ইব্রাহিম হোসেন (৪৮), পিতা- মৃত- লাল মোহাম্মদ, সাং- বিদিরপুর (ফকিরপাড়া), থানা-মোহনপুর, জেলা- রাজশাহী উক্ত ঘরে প্রবেশ করে টিভি দেখার কথা বলে তার যৌন কামনা চরিতার্থ করার জন্য ভিকটিম মোছাঃ সাথী খাতুন (১২) এর শরীরের স্পর্শকাতর স্থান বুকে হাত দিয়ে শ্লীলতাহানি করে। তখন ভিকটিম সাথী চিৎকার করিলে আসামী মোঃ ইব্রাহিম হোসেন বাড়ি থেকে দৌড়াইয়া পালাইয়া যায়। কিছুক্ষন পর আসামী আবার ভিকটিমের বাড়িতে এসে ভিকটিম সাথীকে বলে তুমি কাউকে এই কথা বলো না। তখন ভিকটিমের বাড়ির পাশ দিয়ে জনৈক মোঃ জামাল হোসেন (৬৫), পিতা- অজ্ঞাত, সাং- বসন্তকেদার, থানা-মোহনপুর, জেলা- রাজশাহী যাওয়ার সময় ভিকটিম মোছাঃ সাথী খাতুন তাকে জানান যে, ধৃত আসামী মোঃ ইব্রাহিম হোসেন বাড়িতে প্রবেশ করে তার শরীরের স্পর্শকাতর স্থান বুকে হাত দেয়। তখন আসামী পাশ দিয়ে দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া মোহনপুর থানার মামলা নং- ০৯, তাং-১৭/০৬/২০২১ খ্রিঃ ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১০ রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ আলহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স কর্তৃক উক্ত মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ ইব্রাহিম হোসেন (৪৮), পিতা- মৃত- লাল মোহাম্মদ, সাং- বিদিরপুর (ফকিরপাড়া), থানা-মোহনপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ