মোহনপুরে ০৫ লিটার দেশিয় তৈরী চোলাইমদ বহনকালে ০২জন গ্রেফতার।
২১ মে, ২০২১
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই/মোঃ আমজাদ হোসেন, সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ আমানউল্লাহ, এসআই(নিঃ)/মোঃ কবিরুল ইসলাম, এএসআই(নিঃ)/নবীন চন্দ্র, এএসআই(নিঃ)/মোঃ সুজন মাহমুদ, কং/৮৯২ মোঃ আজাদুল ইসলাম, কং/১৪১৭ মোঃ আমানুল ইসলাম মোহনপুর থানাধীন ত্রিমোহনী বাজারস্থ মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ ফেরদৌস আলী এর দোকানের সামনে ত্রিমোহনী হইতে ধুরইলগামী পাকা রাস্তার উপর হইতে ০৫ লিটার চোলাইমদসহ আসামী ১. মোঃ মিজানুর রহমান (২৫), পিতা- মোঃ আব্বাস আলী, গ্রাম- কালিগ্রাম খাজুরা, থানা- মোহনপুর, রাজশাহী ২. মোঃ মিলন রানা (২৮), পিতা- মৃত রিয়াজ উদ্দিন, গ্রাম- (ডুমুরিয়া), থানা- মোহনপুর, রাজশাহীদ্বয়কে ০১টি প্লাস্টিকের বাজারের ব্যাগে ০১টি প্লাস্টিকের কন্টিনারের মধ্যে রক্ষিত ০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ বহনকালে আসামীদ্বয়কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।