রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকায় ১২২ লিটার মদ সহ ০৪(চার) জন আসামী গ্রেফতার

০৭ মার্চ, ২০২১

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী এর নেতৃত্বে এসআই মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ ০৫/০৩/২০২১ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য মামলার আসামী ১. (CLUFA) শ্রী মদন মার্ডী (৪৫), পিতা- মৃত জগেন মার্ডী স্থায়ী : গ্রাম- আলীপুর (শাহ পাড়া) , উপজেলা/থানা- দূর্গাপুর, রাজশাহী, বাংলাদেশ ২. (CLUFW) শ্রী দুর্জয় সরদার (৩৫), পিতা- মৃত কুরান সরদার স্থায়ী : (সাং-কানোইন মধ্যপাড়া) , উপজেলা/থানা- নিয়ামতপুর, নওগাঁ, বাংলাদেশ ৩. (CLUXC) শ্রী নমল দাশ (৫০), পিতা- মৃত আকালু দাশ স্থায়ী : (সাং-কানোইল মধ্যপাড়া) , উপজেলা/থানা- নিয়ামতপুর, নওগাঁ, বাংলাদেশ ৪. (CLVVE) শ্রী লালু দাশ (৪৫), পিতা- মৃত তছির দাশ স্থায়ী : (সাং-কানোইল মধ্যপাড়া) , উপজেলা/থানা- নিয়ামতপুর, নওগাঁদেরকে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীণ আলীপুর গ্রামের জনৈক মোঃ মোজাম্মেল হক মাস্টার, পিতা-মৃত ফারাজ উদ্দীন এর আম বাগানের মধ্যে হইতে ১২২ লিটার বাংলা মদ সহ আটক করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ  করা হয়। 







সর্বশেষ সংবাদ