দুর্গাপুরে অপহরণ মামলার আসামী গ্রেফতার।
০২ জানুয়ারী, ২০২১
মামলার বাদী শ্রী মিলন চন্দ্র শীল(৩৮), পিতা-মৃত ফনি চন্দ্র শীল, সাং-দেবীপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ করেন যে, বাদী মেয়ে কুমারী অর্পিতা জয়া(১৫) দুর্গাপুর বালিকা উচ্চ বিদালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। আসামী ১। মোঃ সোহাগ(২০), পিতা-মোঃ আব্দুল সালাম, সাং-দেবীপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহী বাদীর মেয়ে স্কুলে যাওয়া আসার সময় রাস্তায় ভালবাসার প্রস্তাব সহ কু-প্রস্তাব দেয়। তাহার প্রস্তাবে বাদীর মেয়ে রাজি না হইলে সে বাদীর মেয়েকে অপহরণ করিয়া জোরপূর্বক বিবাহ করিবে মর্মে ভয়ভীতি সহ হুমকি প্রদান করিয়া আসিতেছে। ঘটনার বিষয়টি বাদীর মেয়ে বাদীকে জানাইলে মামলার বাদী ১নং আসামীর পিতা মোঃ আব্দুস সালাম(৪৫) কে বিষয়টি জানাইলে সে কোন ব্যবস্থা না নিয়ে বাদীকে বলে তোর মেয়েকে যে কোন মূল্যে আমার ছেলের বৌ বানাবো। এই বিষয়ে মামলার বাদী জনৈক মোঃ হুদা মাষ্টারকে বিষয়টি জানায়। এই ঘটনার জের ধরিয়া ইং ৩১/১২/২০২০ তারিখ রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাদীর মেয়ে কুমারী অর্পিতা জয়া বাড়ীর বাহিরে উঠানে আসা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে ১নং আসামী তাহার সহযোগী আসামী ২। মোঃ আব্দুস সালাম(৪৫), পিতা-মোঃ বিচ্ছেদ আলী, ৩। মোঃ রসুল(২০), পিতা-মোঃ দসিম উদ্দিন, ৪। মোঃ বিপ্লব(২০), পিতা-মোঃ সালাউদ্দিন, সর্ব সাং-দেবীপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহীগণ জোরপূর্বক বাদীর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিবাহের প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করিয়া মোটর সাইকেল যোগে অপহরন করে নিয়া যায়। সাক্ষী ১। শেফালী রানী, স্বামী-শ্রী মিলন চন্দ্র শীল, ২। মোঃ শফিকুল ইসলাম(৩২), পিতা-ইসমাইল হোসেন, ৩। মোঃ আলামিন(২২), পিতাঃ মোঃ আজিজুল হক, ৪। মোঃ হুদা মাস্টার(৪৮), পিতা-মোঃ জসিম উদ্দিন, সর্ব সাং--দেবীপুর, থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহীগন সহ অনেকেই ঘটনা দেখিয়াছে। বাদী সংবাদ পাইয়া দ্রুত বাড়ী গিয়া সাক্ষীদের মুখে ঘটনার কথা শুনিয়া ১নং আসামীর বাড়ী গিয়া বাদীর মেয়েকে ফেরত চাহিলে ২নং আসামী মোঃ আব্দুস সালাম বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া তাহার বাড়ী হইতে বাদীকে বাহির করিয়া দেয়। উপরোক্ত আসামীগণ পরস্পর যোগসাজসে বাদীর মেয়েকে জোর পূর্বক অপহরণ করিয়া অজ্ঞাতনামা স্থানে লইয়া আটক করিয়া রাখিয়াছে। এই সংক্রান্তে দুগাপুর থানার মামলা নং-০১ তাং-০১/০১/২০২১ ইং ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৭/৩০রুজু হয়। মামলাটি বর্তমানে এসআই(নিঃ) মোঃ মাসুদ করিম-মোবাঃ নং-০১৭১২-৫৪৬০৪৪ তদন্ত করিবেন। মামলার বাদী শ্রী মিলন চন্দ্র শীল-মোবাঃ নং-০১৭২৩-৩১২৩২৮।