মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন প্রতারক আসামী গ্রেফতার।
১০ ডিসেম্বর, ২০২০
রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশ কর্তৃক গত ০৯/১২/২০২০ ইং তারিখ একজন প্রতারককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম হচ্ছে ১। মোঃ বাদশা মিয়া (৪৫) পিতা- মৃত নায়েব উল্লাহ সাং- সইপাড়া গাঙ্গোপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহী। উল্লেখ্য যে, অভিযোগকারী মোছাঃ রেহেনা বিবির সাথে গত ০৭ মাস পূর্বে মোঃ ছুরাব আলী কারিগর (৫৫) পিতা- মৃত কুরান কারিগর, সাং- ভিমপুর পালশা, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। পারিবারিক কলহের কারনে গত ০১/১২/২০২০ খ্রিঃ তারিখে অভিযোগকারীর স্বামী তাকে তালাক প্রদান করে তার বিরুদ্ধে গত ০২/১২/২০২০ তারিখে থানায় একটি অভিযোগ করে। অভিযোগকারী রেহেনা পরবর্তীতে ০৪/১২/২০২০ খ্রিঃ তারিখে মোঃ ছুরাব আলী কারিগর ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অপর একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারই প্রেক্ষিতে উভয় পক্ষ পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায়ের জন্য উভয়ের অভিযোগ নিষ্পত্তির স্বার্থে গত ০৬/১২/২০২০ খ্রিঃ তারিখে মোহনপুর থানার কমিউনিটি পুলিশিং গোলঘরে বসে উভয় পক্ষের উপস্থিতিতে ৮০,০০০/- টাকা দেনমোহর বাবদ ও অভিযোগকারীর সাংসারিক আসবাবপত্র তালিকা মূলে বুঝিয়া নিয়ে উভয় উভয় পক্ষের অভিযোগ স্থানীয়ভাবে মিমাংসা করে নেয়। অভিযোগকারী থানায় গত ০৩/১২/২০২০ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকায় অভিযোগ দায়ের করিতে আসিলে প্রতারক আসামী ১। মোঃ বাদশা মিয়া মোহনপুর থানা মোড় নওগাঁ রাজশাহী মহাসড়কে মোঃ রাকিব হোসেন রকির চা স্টলের সামনে অভিযোগকারী রেহেনা বিবির নিকট হইতে থানায় অভিযোগ দায়েরের কথা বলে ৮,০০০/- (আট হাজার) টাকা গ্রহন করে। কিন্তু অভিযোগকারী পরবর্তীতে জানতে পারেন যে, আসামী থানায় অভিযোগ দায়েরের কথা বলে তার ৮,০০০/- (আট হাজার) টাকা আত্মসাৎ করিয়োছে। পরবর্তীতে অভিযোগকারী রেহেনা বিবি প্রতারক আসামী বাদশা মিয়ার নামে টাকা আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করিলে আসামীর বিরুদ্ধে মোহনপুর থানার মামলা নং- ০২, তারিখ- ০৯/১২/২০২০ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলাটি রুজু হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব, অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে গত ০৯/১২/২০২০ খ্রিঃ রাত্রী অনুমান ২০:৩০ ঘটিকায় প্রতারক আসামী ১। মোঃ বাদশা মিয়া (৪৫) পিতা- মৃত নায়েব উল্লাহ সাং- সইপাড়া গাঙ্গোপাড়া থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে মোহনপুর বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।