বাগমারা থানায় নারী শিশু নির্যাতন মামলার এজাহার নামীয় ০৪জন আসামী এবং মাদক মামলার একজন আসামী সহ মোট ০৫জন আসামীকে ০১-১১--২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন।

০১ নভেম্বর, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান, জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি মহোদয়ের নির্দেশনায় ৩১-১০-২০২০ খ্রিঃ তারিখে অভিযান চালিয়ে পরিচালনা করে বাগমারা থানার মামলা নং-২৮, তাং-৩১-১০-২০২০খ্রি, ধারা-১১(ক)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; এর এজাহার নামীয় ০৪জন আসামী ১. মোঃ আঃ লতিফ (৪৮), পিতা- মৃত আসব আলী, ২.  মোঃ সিদ্দিক হোসেন (৪২), পিতা- মৃত আসব আলী,  ৩.  মোসাঃ নারগিস বেগম (৩৫), স্বামী/স্ত্রী- মোঃ সিদ্দিক হোসেন , ৪. মোছাঃ ডলি বেগম (২৮), পিতা- মোঃ আহাদ আলী সর্ব  গ্রাম- মধুপুর, থানা- বাগমারা, রাজশাহীদেরকে গ্রেফতার করা হয় এবং একই তারিখে অভিযান পরিচালনা করে ০৮(আট) গ্রাম গাঁজা সহ  মাদক ব্যবসায়ী ১। মোঃ তোফাজ্জল হোসেন (২০), পিতা- মৃত রহেদ মন্ডল স্থায়ী : গ্রাম- নাড়ু পাড়া , উপজেলা/থানা- বাগমারা, রাজশাহীকে গ্রেফতার করে বাগমারা থানার মামলা নং-০১, তাং-০১-১১-২০২০খ্রি, ধারা-৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে গ্রেফতার পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ