মোহনপুর থানা পুলিশ কর্তৃক দস্যুতা মামলার এজাহারনামীয় ০১ (এক) জন আসামী গ্রেফতার।

৩১ অক্টোবর, ২০২০

গত ২০/০৯/২০২০ খ্রিঃ তারিখে সকাল ১০:০০ ঘটিকায় উক্ত মামলার বাদী মোঃ আঃ হাকিম তাহার নিজ ব্যবহৃত রেজিঃ বিহীন মোটরসাইকেল যাহার চেসিস নং- MD2A11CY1JWG94783, ইঞ্জিন নং- HYWZG79643, ১৫০ সিসি, কালো রংয়ের পালসার মোটরসাইকেল লইয়া নিজ বাড়ী হইতে রাজশাহী শহরে যাওয়ার পথে পিয়ারপুর এবং ধুরইল গ্রামের মাঝখানে ফাঁকা রাস্তায় এজাহারনামীয় ধৃত আসামী মোঃ ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ২/৩ জন বাদীর মোটরসাইকেলের গতি রোধ করিয়া অন্যান্য আসামীদের সহায়তায় বাদীর মোটরসাইকেলটি কাড়িয়া নেয়। বাদীর মোটরসাইকেল এবং অন্য আরেকটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা আসামীরা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং- ২৪, তারিখ- ২৯/১০/২০২০ খ্রিঃ ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে উক্ত মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ ফারুক হোসেন, পিতা- মোঃ ইয়ানুস মন্ডল , স্থায়ী : পাঠানপাড়া, গ্রাম- ধুরইল, উপজেলা/থানা- মোহনপুর, রাজশাহীকে গ্রেফতার করা হয়। আসামীকে গ্রেফতার করিয়া তার হেফাজত হইতে উক্ত মামলার বর্ণিত মোটরসাইকেলটি উদ্ধার মূলে জব্দ করা হয়। আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ