মোহনপুর থানার ০২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা বাজারে বিট পুলিশিং কেন্দ্র উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

২৩ সেপ্টেম্বর, ২০২০

আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব ও অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদ এর উপস্থিতিতে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোহনপুর থানার ০২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন এর গোছা বাজারের মাছ পট্টিতে ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে বিট পুলিশিং কেন্দ্রের উদ্বোধন করে কার্যক্রম চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলের সামনে বক্তব্য রাখেন এমপি জনাব মোঃ আয়েন উদ্দিন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনসাধারণকে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সচেতন করতে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব। আলোচনা সভায়  বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হয়। বক্তব্য শেষে তিনি জন সাধারণের সঙ্গে বিট পুলিশিং এর বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিট পুলিশিং নিয়ে আরো বক্তব্য রাখেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোস্তাক আহম্মেদ, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, ২নং ঘাষিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু সহ আরো অনেকে। উক্ত বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন মোহনপুর থানার বিট পুলিশিং কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই/মোঃ আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় বিট পুলিশিং অফিসার এবং সঙ্গীয় ফোর্স।







সর্বশেষ সংবাদ