গোদাগাড়ী থানা এলাকায় ৪০ বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল সহ ০১জন এবং নিয়মিত মামলা ০১ জন আসামী গ্র্রেফতার।
২৭ অগাস্ট, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচাজ মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পরিদর্শক/ মুহাম্মদ আমিনুল কবির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ক সার্কেল, রাজশাহী গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর নামক স্থানে বসন্তপুর গোরস্থানের উত্তর পার্শ্বে চাঁপাইনব্বগঞ্জ-রাজশাহী মহাসড়কের রাজশাহী গামী লোকাল বাস সাদিয়া হইতে আসামী মোঃ কাউসার আলী(২১) পিতা- মোঃ জাবেদ আলী সাং- চরকানশিরা থানা- শিবগঞ্জ জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ৪০(চল্লিশ) বোতল কোডিন যুক্ত ফেন্সিডিল এম.এল করে মোট ০৪(চার) লিটার হয় যার মুল্য অনুমান ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজ হয়। যাহা গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৩৫ তাং ২৫/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩(খ)। গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৩৬ তাং ২৬/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) তৎসহ ৩১৫/৩১৮/৫০৬ পেনাল কোড এর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ আব্দুল লতিফ আসামী ১. মোঃ ইব্রাহিম খলিল ওরফে নয়ন (৩৭), পিতা- মৃত আঃ বারী ওরফে আজম স্থায়ী : (সাং-সুরশুনিপাড়া) , উপজেলা/থানা- গোদাগাড়ী, রাজশাহীকে তার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত আসামীদের ২৬/০৮/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্র্রেরণ করেন।