গোদাগাড়ী থানা এলাকায় পৃথক পৃথক ঘটনায় ৪০০+০২=৪০২(চারশত দুই) গ্রাম হেরোইন এবং ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩(তিন)জন আসামী গ্র্রেফতার।
২৬ অগাস্ট, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচাজ মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন গোদাগাড়ী থানাধীন নাইস ইট ভাটার সামনে পাকা রাস্তার উ্ত্তর পার্শ্বে হইতে আসামী ১। মোঃ বাটুল খলিফা(৩৫) পিতা- মৃত মতলেব খলিফা মাতা- মৃত মর্জিনা গ্রাম- ছোট চৌগ্রাম ২। মোছাঃ শাহিদা(৪৫) স্বামী- মোঃ মনিরুজ্জামান সাং- আদর্শ গুচ্ছগ্রাম থানা- গোদাগাড়ী জেলা- রাজশাহীদ্বয়কে ০২(দুই) গ্রামা হেরোইন এবং ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলৈট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়। যাহা গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৩৩ তাং ২৪/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্র্রণ আইনের ৩৬(১) এর ৮(ক)/১০(ক)। ইহাছাড়াও জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম গোদাগাড়ী মডেল থানাধীন জনৈক মোঃ তোজাম্মেল হক(৬০) পিতা- মৃত সুরাকাফ বিশ্বাস সাং- বারুইপাড়া এর বাড়ীর পশ্চিম পার্শ্বে চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহী গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মজিবর রহমান(৪৮) পিতা- মৃত সিরাজ উদ্দিন সাং- গড়ের মাঠ থানা- গোদাগাড়ী জেলা-রাজশাহীকে ৪০০(চারশত) গ্রাম হেরোইন যাহার মুল্য অনুমান ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়। যাহা গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৩৪ তাং ২৫/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ)। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মরত ২৫/০৮/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্র্রেরণ করেন।