গোদাগাড়ী থানা এলাকায় পৃথক পৃথক ঘটনায় ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজা এবং ৭৫০(সাতপঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ০২(দুই)জন আসামী গ্র্রেফতার।
২৬ অগাস্ট, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচাজ মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানাধীন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোদাগাড়ী মডেল থানাধীন মধুমাঠ গ্রামস্থ জনৈক মো: নৈমুদ্দিন ওরফে নোমান পিতা- মৃত মুন্তাজ আলী সাং- বিরইল এর পুকুরের দক্ষিন পার্শ্বে গোগ্রাম ইহতে বালিয়া ডাইং গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদ পিতা- মো: জিল্লুর রহমান সাং- বারমাইল থানা- গোদাগাড়ী জেলা- রাজশাহীকে ৫০০(পাঁচশত) গ্রাম শুকনা গাঁজা যাহার মুল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজ হয়। যাহা গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৩১ তাং ২৪/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)। ইহাছাড়াও সিপিএসসি র্যাব-৫, কাশিয়াডাঙ্গা রাজশাহীতে কর্মরত এস্আই মোঃ মাসুম বিল্লাহ, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নস্থ বিশ্বনাথপুর গ্রামস্থ বিশ্বনাথপুর মোড়ে জনৈক অনন্তকুমার দাস এর দোকান সংলগ্ন সামনে গোদাগাড়ী টু আমনুরা গামী পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ জেলিম(২৫) পিতা- মোঃ সেলিম সাং- নুনগোলা থানা- গোমস্তাপুর জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে ৭৫০(সাতশত পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজ হয়। যাহা গোদাগাড়ী মডেল থানার মামলা নং ৩২ তাং ২৪/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনীর ৮(গ)। গ্রেফতারকৃত আসামীদের বর্ণিত মামলার তদন্তাকরী কর্মকর্তা ২৫/০৮/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।