বাগমারা থানা এলাকায় ইয়াবা ট্যাবেলেট সহ ০১(এক) জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীকে ১৫/০৮/২০২০ খ্রি: তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।
১৬ অগাস্ট, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিএডি মোঃ মামুন হাওলাদার, পুলিশ পরিদর্শক (নিঃ), বিপি নং-৮১০৭১১৫৮৭০ () মোবাইল : ০১৭৬৩-৩৯৪৩৮৯; কর্মক্ষেত্রের ঠিকানা : (সিপিএসসি, রর্যাব-৫, রাজশাহী।) , উপজেলা/থানা- কাশিয়াডাঙ্গা, রাজশাহী, বাগমারা থানাধীন ভবানীগঞ্জ পৌরসভাস্থ সূর্য্যপাড়া মহল্লার জনৈক মিন্টু শাহ (৪০) পিতা- মৃত জসিম উদ্দিন শাহ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪২৫(চারশত পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৪২.৫(বিয়াল্লিশ দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ১,২৭,৫০০/-(একলক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা সহ মোঃ রুবেল হক (৩০), পিতা- মোঃ আইয়ুব আলী স্থায়ী : গ্রাম- সুর্য্য পাড়া, উপজেলা/থানা- বাগমারা, রাজশাহীকে গ্রেফতার করেন।উদ্ধারকৃত আলামত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করিয়া আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় মামলা রুজু হয়। যাহা বাগমারা থানার মামলা নং ১৫ তাং ১৪/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারনীর ১০(ক)। গ্রেফতারকৃত আসামীকে ১৫/০৮/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।