বাগমারা থানা এলাকায় গাঁজা সহ ০২জন, ইয়াবা ট্যাবলেট সহ ০১জন এবং নিয়মিত মামলায় ০১জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের ০৬/০৮/২০২০ খ্রি: তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

০৭ অগাস্ট, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই সুজন চন্দ্র সাহা সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাগমারা থানাধীন পোড়াকয়া গ্রামের মাছিয়া বাজারস্থ জনৈক মোঃ কাশেম আলী(৫০) এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হইতে ০৫/০৮/২০২০ খ্রিঃ তারিখ ১৯.১০ ঘটিকায় ২৫গ্রাম গাঁজা সহ আসামী মোঃ মিস্টার রহমান(৩৭) পিতা- মোঃ তমির উদ্দিন ২। মোঃ হোসেন আলী(২৫) পিতা- মোঃ আবুল কাশেম উভয় সাং- মোহাম্মদপুর থানা- বাগমারা জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাগমারা থানার মামলা নং ০৩ তাং ০৫/০৮/২০২০ খ্রিঃ ধারা ৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়। র‌্যাব কর্তৃক ০৫/০৮/২০২০ খ্রিঃ তারিখ ২০.২০ ঘটিকায় বাগমারা থানাধীন মোহনগঞ্জ বাজারের পানহাটায় ব্রীজ সংলগ্ন দক্ষিণ দিকের ঢালে ইটের সোলিং রাস্তার উপর হইতে ৪৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ স্বপন আলী (৩৮) পিতা- নাজিমুদ্দিন ওরফে নাজি সাং- চকহায়াতপুর থানা- বাগমারা জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানার মামলা নং ০৪ তাং ০৬/০৮/২০২০ খ্রিঃ ধারা ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়। বাগমারা থানার মামলা নং ০৫ তাং ০৬/০৮/২০২০ খ্রিঃ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯(১) এর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ তৌহিদুর রহমান মামলার আসামী মোঃ জহুরুল ইসলাম(২৪) পিতা- মোঃ খোয়াজ উদ্দিন মাতা- মোছাঃ জরিনা বেগম সাং- কামারগ্রাম দক্ষিণপাড়া সিরাজের বাড়ীর কাছে থানা- বাগমারা জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ০৬/০৮/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ