বাগমারা থানায় হেরোইন সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার, নিয়মিত মামলায় ০১(এক) জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন।

৩০ জুলাই, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই (নিঃ) সনজীব বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ বাগমারা থানাধীন নুরপুর গ্রামস্থ কমিশনার মোড়ে জনৈক মোঃ উজ্জল হোসেন(৩৫) পিতা- মৃত কিনায় প্রাং এর চায়ের দোকানের পূর্ব পার্শ্বে রাস্তার উপর হইতে ০২(দুই) গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ আকরাম মোল্লা(৪২)  পিতা- মোঃ শাহাদ আলী ২। মোঃ আব্দুল হান্নান প্রাং(৩৫)  পিতা- মোঃ আলীমু্দ্দিন প্রাং উভয় সাং- নুরপুর থানা- বাগমারা  জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা নং ১৭  তাং ২৯/০৭/২০২০ খ্রিঃ ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ৮(ক)/৪১। মামলাটির তদন্তকারী কর্মকর্তা তাহেপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল আহম্মেদ আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরনের ব্যবস্থা করেন। বাগমারা থানার নিয়মিত মামলায় নং ১২ তাং ২৫/০৭/২০২০ খ্রিঃ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩)এর ৯(১) এর আসামী মোঃ শফিকুল ইসলাম(৪০)  পিতা- মৃত আফসার সাং- খয়রা তাহেরপুর পৌরসভা থানা- বাগমারা  জেলা- রাজশাহীকে গ্রেপতার করেন এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ৩০/০৭/২০২০ তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করেন। 







সর্বশেষ সংবাদ