[রাজশাহীর দুর্গাপুর থানা কর্তৃক চোরাই মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ২ জন ]

২৬ জুলাই, ২০২০

অদ্য ২৫/০৭/২০২০ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের একটি টিম মোটর সাইকেল চোরচক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করে এবং এ সময় তাদের নিকট হতে একটি মোটর সাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন ১। মো: মাসুদ রানা (২৬), পিতা : মো: সাইদুর রহমান , সাং- কলনটিয়া , থানা - দুর্গাপুর ও ২।মো: আমিনুল ইসলাম (৩০), পিতা- মো: ইনছার আলী, সাং- লক্ষীপুর , থানা- দুর্গাপুর,জেলা: রাজশাহী । উল্লেখ্য যে, মো: তহিদুল ইসলাম তালুকদার(৪৩), পিতা- মো: আব্দুল হামিদ তালুকদার , সাং -বাগলপাড়া , থানা- দুর্গাপুর , জেলা - রাজশাহী নামক এক ব্যক্তির বসতবাড়ি থেকে গত ২৪/০৭/২০২০ ইং তারিখ রাত ৮.০০ টা থেকে ২৫/৭/২০২০ তারিখ সকাল ৬.০০ টার মধ্যে কোন একসময় তালাবদ্ধ অবস্থায় থাকা মো: তহিদুল ইসলাম তালুকদারের নিজস্ব মালিকানাধীন একটি টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া গাড়িটির অনুমান মুল্য এক লক্ষ বিশ হাজার টাকা। পরবর্তীতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২৫/০৭/২০২০ ইং তারিখ সন্ধ্যা অনুমান ৭.০০ টার দিকে দুর্গাপুর থানাধীন সিংগা বাজার এলাকা হতে উক্ত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ও চুরি হয়ে যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে। এ বিষয়ে মো: তহিদুল ইসলাম তালুকদার বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।







সর্বশেষ সংবাদ