বাগমারা থানা এলাকায় গাঁজা সহ ০১(এক)জন আসামী নিয়মিত মামলায় ০৩(তিন) জন আসামী গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের ২৪/০৬/২০২০ খ্রি: তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

২৫ জুন, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানা এলাকা হইতে সিপিএসসি র‌্যাব-৫ র–জশাহীতে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মাসুম বিল্লাহ  বাইগাছা বাজারস্থ জনৈক মোঃ শাহাবুল ইসলাম এর ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সারোয়ার হোসেন(২৫) পিতা- মোঃ টিপু সুলতান সাং- বাইগাছা  থানা- বাগমারা  জেলা- রাজশাহীকে ১.৮ (এক দশমিক আটশত গ্রাম)গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে বাগমারা থানা মামলা রুজু হয়। যাহা বাগমারা থানার মামলা নং ২৩  তারিখ  ২৩/০৬/২০২০ খ্রিঃ  ধারা  ৩৬(১) সারনীর ১৯(ক)  ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।  বাগমারা  থানার মামলা নং ২২  তাং ২৩/০৬/২০২০ খ্রিঃ  ধারা  ৫(খ)/৭;  ২০০২ সালের এসিড অপরাধ দমন আইন এর আসামী ১। মোঃ আফজাল হোসেন(৩৫)  পিতা- মোঃ আমির হোসেন  ২। মোছাঃ হাসিনা বিবি(৩৫)  স্বামী- মোঃ আফজাল হোসেন  ৩। মোঃ আঃ খালেক(৫৫)পিতা- মোঃ আমির হোসেন সর্ব সাং- বাইগাছা  থানা- বাগমারা  জেলা- রাজশাহীগনদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম  গ্রেফতার করেন ।  ১নং আসামী মোঃ আফজাল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গ্রেফতাকৃত আসামীদের ২৪/০৬/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ