বাগমারা থানার নিয়মিত মামলায় ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীদের ০৮/০৬/২০২০ খ্রি: তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

০৯ জুন, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাগমারা থানার  মামলা ১৫  তাং ২৩/০৪/২০২০ খ্রিঃ  ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/ ১১৪/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে গরীবুল্লাহ (৪২ পিতা- মৃত আঃ কাদের সাং- কনোপাড়া থানা- বাগমারা  জেলা- রাজশাহী এবং তদন্তে প্রাপ্ত আসামী ২। মোঃ আবু বাক্কার(৩৮) পিতা- মৃত ইদ্রিস আলী  সাং- কনোপাড়া থানা- বাগমারা জেলা- রাজশাহীদ্বয়কে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাগমারা থানার মামলা নং ৩২  তাং ২২/০৩/২০২০ খ্রিঃ  ধারা- ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর ৬/৭/৮/৯/১০ এর এজাহার নামীয় আসামী ১। মোঃ মোনতাজুর রহমান(৩৬) পিতা- মোঃ আনিসুর মোল্রা সাং- ডোখলপাড়া থানা- বাগমারা  জেলা- রাজশাহীকে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত আসামীদের ০৮/০৬/২০২০ খ্রিঃ তারিখে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ