মোহনপুর থানা এলাকায় জুয়া খেলার সময় ০৪ জন গ্রেফতার।
২৬ সেপ্টেম্বর, ২০১৯
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা এর নেতৃত্বে মোহনপুর থানাধীন বরইকুড়ি গ্রামস্থ সরকারি পশু হাসপাতালের দোকানেরর সামনে জুয়া খেলার মালামালসহ ধৃত ১) মোঃ আব্দুর রহমান (৩০) পিতা-মোঃ গাজি সরদার, সাং-কাজি ভাতুরিয়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী। ২) মোঃ নবির উদ্দিন প্রামানিক (৩৪), পিতা-মৃত আবু প্রামানিক, সাং-মানিকদার, ইউপি- উলিয়া, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, ৩) নূর মোহাম্মদ (৪০), পিতা-মৃত কবির আলী শেখ, সাং-আমতলী, ইউপি-সাপধরি, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর (বর্তমান সাং-সইপাড়া বাচ্চুর বাড়ির ভাড়াটিয়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী) ৪) মোঃ আলাল শেখ (২২), পিতা-মোঃ খলিল শেখ, সাং-পাতসী, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর (বর্তমান সাং-বাকশিমইল পশু হাসপাতালের সামনে রাস্তার পাশ্বে) থানা-মোহনপুর, জেলা-রাজশাহীগণদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে জুয়া আইনের মামলা রুজু করা হয়েছে।