ইং-০৭-০৪-২০২০ তারিখ চারঘাট মডেল থানায় জনগন কর্তৃক ০১ জন আগ্নেয়াস্ত্র ধারী গ্রেফতার।
০৮ এপ্রিল, ২০২০
ইং-০৭-০৪-২০২০ তারিখ চারঘাট থানা পুলিশ কর্তৃক চারঘাট মডেল থানাধীণ ফতেপুর মৌজাস্থ জণৈক মোঃ মংলা এর বাড়ীর অনুমান ২০০ ফিট দক্ষিন পার্শ্বে ব্রীজের নিকট হতে মামলার বাদী আগ্নেয়াস্ত্র ধারী আসামী ১। মোঃ সাগর আলী (২২), পিতা- মোঃ শহিদ আলী স্থায়ী : গ্রাম- ফতেপুর (মোড়) , উপজেলা/থানা- চারঘাট, রাজশাহীরকে গ্রেফতার করেন। আসামীর হেফাজত হইতে উদ্ধার-১। ০১টি সেমি অটোমেটিক সচল পিস্তল যাহার ব্যারেলে ইংরেজিতে ARMY SUPLY 9MM এবং পিস্তুলের বডির পার্শ্বে 9MM 9ROU এবং অপর পার্শ্বে MADE IN USA খোদাই করে লিখা আছে। উক্ত পিস্তুলের ব্যারেলে অগ্রভাগ হইতে কাঠের প্রন্তি পর্যন্ত লম্বা ৯ ইঞ্চি কঠের উভয় পার্শ্বে ফাইবার বোট সংযুক্ত। ফায়ারিং মেকানিজম সচল আছে। ২। উক্ত পিস্তুলের সহিত সংযুক্ত একটি ধাতব ম্যাগজিন যাহার মেকানিজম স্প্রিং যুক্ত ও সচল আছে। ৩। একটি কালো রংয়ের এন্ডোয়েট টার্চ মোবাইল ফোন, যাহার IMEI NO- 865230044089362 এবং পেছনের কভারে REDMI BY XIAOMI লেখা আছে যাহাতে ০২টি সীম সংযুক্ত৪। একটি ৩২ ফিট লম্বা পুরাতন (তন্তু) রশি, যাহা দ্বারা জনগন কর্তৃক ধৃত আসামী তালগাছের সাথে বাধা ছিল। উক্ত আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা রুজু হয়েছে। তাকে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।