বাঘা থানায় ০৮ (আট) জন গ্রেফতার
১৪ মার্চ, ২০২০
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) জনাব মোঃ নূরে আলম এবং অফিসার ইনচার্জ বাঘা থানা, রাজশাহীর নেতৃত্বেও অদ্য ১৩/০৩/২০২০ তারিখ বাঘা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) কেজি ১০০(একশত) গ্রাম গাঁজাসহ আসামী ১) মোঃ পলাশ (১৯) পিতা-মোঃ কালাম, স্থায়ী সাং-ভাগজোত,), উপজেলা /থানা- দৌলতপুর, কুষ্টিয়াকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বাঘা থানা পুলিশের একটি টিম (এসআই নিরস্ত্র মোঃ সইবুর রহমান ও তাঁর সঙ্গীয় অফিসার ও ফোর্স) বিশেষ অফিযান পরিচালনা ও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন টহলরত অবস্থায় গোপন তথ্যের ভিক্তিতে দুপুর অনুমান ১২.১৫ ঘটিকার সময় বাঘা থানাধীন বাঘা পৌরসভার পূর্ব পাশে অপরুপা জুয়েলার্স এর সামনে বাঘা হইতে আড়ানী গ্রামী পাকা রাস্তার উপর স্কুল ব্যাগের মধ্যে এবং বাজার করা সাদা রংয়ের প্লাষ্টিকের ব্যাগের মধ্য হইতে গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীর হেফাজত হইতে ০৫ (পাঁচ) কেজি ১০০(একশত) গ্রাম গাঁজাসহ এক জন মাদক কারবারীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। শুক্রবার দুপুর অনুমান ১২.১৫ ঘটিকার সময় আসামীকে বাঘা থানাধীন বাঘা পৌরসভার পূর্ব পাশে অপরুপা জুয়েলার্স এর সামনে বাঘা হইতে আড়ানী গ্রামী পাকা রাস্তার উপর আটক করা হয়েছে। আটককৃত হল-উপজেলা /থানা- দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ কালাম এর ছেলে। আসামীদ্বয়ের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামরা রুজু করা হইয়াছে। অপর দিকে বাঘা থানার অন্য একটি টিম বিশেষ অভিযান পরিচালাকালে ১০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ আলমগীর হোসেন (৩৬) পিতা-মোঃ মজিবর রহামন, সাং-ফতেপুর বাউসা, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বাঘা থানার একটি টিম বাঘা থানাধীন ফতেপুর বাউসা এলাকায় ধৃত আসামীর বসত বাড়ীতে উক্ত অভিযান পরিচালনা করে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং ইং ১২/০৩/২০২০ তারিখ বাঘা থানার অপর একটি টিম অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ তোতা (৪৫) পিতা-মৃত নায়েব, সাঙ-বাউসা মিয়াপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন এবং অন্যান্য অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা মুলে ০৪ জনকে গ্রেপতার পূর্বক সকল আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ কারা হয়।