মোহনপুর থানা পুলিশ কর্তৃক ৪০ (চল্লিশ) গ্রাম গাঁজাসহ ০১ (এক) জন এবং ওয়ারেন্টভুক্ত ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।
১৩ মার্চ, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে গত ১২/০৩/২০২০ খ্রিঃ তারিখে ০৫:২৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন শিয়ালকোলা গ্রামস্থ জনৈক মোঃ আনছার আলী পিতা- মৃত কুড়ান আলী এর বসত বাড়ীর উত্তর দুয়ারী ঘরের ভিতর হইতে ৪০ গ্রাম গাঁজাসহ আসামী ১। মোসাঃ রহিমা বেওয়া (৪৮) স্বামী- মৃত তমির উদ্দিন, সাং- মচমইল (বাংলাপাড়া) থানা- বাগমারা জেলা- রাজশাহীকে গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং- ২১ তাং- ১২/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ এবং জিআর ১৫৫/১৯ (মোহনপুর) এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ কামাল হোসেন পিতা- হায়দার আলী সাং- বজরপুর থানা- মোহনপুর জেলা- রাজশাহী, জিআর ১০৪/১৯ (মোহনপুর), ধারা- মোহনপুর থানার মামলা নং- ২২, তারিখ- ২২/০৪/১৯ এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ নাসির উদ্দিন শাহ পিতা- মোঃ নাজু শাহ সাং- সিন্দুরী থানা- মোহনপুর জেলা- রাজশাহী ও শিশু মামলা নং-৪২৭/১৯, জিআর নং- ১৫৯(ক)১৭, তানোর থানার মামলা নং-০২, তারিখ- ০২/০৭/১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামী ১। মোঃ শাকিল হোসেন পিতা- মোঃ আলিম মন্ডল সাং- তিলাহারী থানা- মোহনপুর জেলা- রাজশাহীগণদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।