বাগমারা থানায় ইং ১২/০৩/২০২০ তারিখে মামলায় ০১জন এবং সাজা প্রাপ্ত ০১জন আসামী গ্রেফতার। গ্রেফতাকৃত ০২জন আসামীকে ১৩/০৩/২০২০ খ্রি: তারিখে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

১৩ মার্চ, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই মোঃ লুৎফর রহমান সঙ্গিয় অফিসার ও ফোর্সের বাগমারা থানার মামলা নং ১৯, তাং ১২-০৩-২০২০ ইং, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর এজাহার নামী আসামী ১। শ্রী আকাশ কুমার (১৯), পিতা- সুকুমার স্থায়ী : গ্রাম- চাপড়া (তানোর পৌরসভা) , উপজেলা/থানা- তানোর, রাজশাহীকে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত  এএসআই মোঃ শহিদুল ইসলাম সিআর ১০১/১৭ বাগমারা ধারা যৌতুক আইনের ৪ এর ০২(দুই) বছরের সশ্রম কারাদন্ড ২৪,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০২(দুই) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ রবিউল ইসলাম (নাজমুল) পিতা- শহিদুল ইসলাম (বাবুল)  সাং- পয়েশঘোষ  থানা- বাগমারা  জেলা- রাজশাহীকে নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোট ০২(দুই) জন আসামীকে ১৩/০৩/২০২০ তারিখে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ