মোহনপুরে ০১ (এক) জন পেশাদার চোর গ্রেফতার।

১৩ মার্চ, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে  মোহনপুর থানার মামলা নং- ০৭ তাং- ০৪/০৪/২০২০ খ্রিঃ ধারা- ৪৫৬/৪৫৭/৩৮০ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ সালাউদ্দিন @ সুপান (২৭) পিতা- মৃত সুলতান মন্ডল, সাং- পুরাতন গরুস্থানপাড়া (জিনতলা মোড়) থানা- চুয়াডাঙ্গা সদর (বর্তমান ঠিকানা শ্বশড় মোঃ মসলেম উদ্দিন পিতা- মৃত আমির প্রাং, সাং- মোহনপুর বিলপাড়া, থানা- মোহনপুর জেলা- রাজশাহী) কে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী একজন পেশাদার চোর। গত ২৯/১২/১৯ খ্রিঃ তারিখে রাত্রী অনুমান ০০:৩০ ঘটিকা হইতে ০৪:০০ ঘটিকার সময়ের মধ্যে যে কোন সময় উপরোক্ত আসামী সহ অন্যান্য আসামীগন মোহনপুর থানাধীন বাকশিমইল মাষ্টারপাড়া গ্রামস্থ মোঃ একরামুল হক এর নিচতলার বাদীর ভাড়াটিয়া বাসার দক্ষিণ দিকের রান্না ঘরে গিয়ে জানালার গ্রীল কাটিয়া ঘরে প্রবেশ করিয়া বাদীর স্কুলের উবষষ মডেলের ল্যাপটপ যাহার মূল্য অনুমান ৪৫,০০০/- টাকা, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর হিসাব নম্বর- ২৩৪০ ও এটিএম কার্ড যাহার নম্বর- ৪৯৮৭৭৩০০১৬২১৯৩১৪ ও ০৫ আনা ওজনের স্বর্ণের আংটি যাহার যাহার মূল্য অনুমান ১৬,০০০/- টাকা চুরি করিয়া নিয়ে যায়। পরবর্তীতে বাদী ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর হিসাব বন্ধ করার জন্য উক্ত তারিখে বেলা অনুমান ০১:০০ ঘটিকার সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কেশরহাট শাখায় গিয়ে জানিতে পারেন যে, উক্ত হিসাব নম্বর হ্যাক করে উপরোক্ত আসামী সহ অন্যান্য আসামীরা পর্যায়ক্রমে “ডাচ বাংলা বুথ” চুয়াডাঙ্গা হতে ৫,০০০+২০,০০০+ ২০,০০০ টাকা এবং পাবনা হতে ৫,০০০/- টাকা সর্বমোট= ৫০,০০০/- টাকা তুলে নেয়। উপরোক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ