বাঘা থানায় ফেন্সিডিল সহ আটক ০১(এক) জন।

০৮ মার্চ, ২০২০

 রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) জনাব মোঃ নূরে আলম এবং অফিসার ইনচার্জ বাঘা থানার নেতৃত্বেও অদ্য ০৭/০৩/২০২০ তারিখ বাঘা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে  ১৫ (পনের) বোতল ফেন্সিডিলসহ  ১) মোঃ আফাজুল ইসলাম @ আফাজ (৪০) পিতা-মোঃ মকছেদ মোল্লা, সাং-পারসাওতা বিনোদপুর,থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বাঘা থানা পুলিশের একটি টিম  জরুরী ডিউটি করাকালীন  টহলরত অবস্থায় গোপন তথ্যের ভিক্তিতে দুপুর অনুমান ০২.৫০ ঘটিকায় বাঘা থানাধীন মহদীপুর গ্রামস্থ জনৈক মোঃ ওমর আলী  (৬৫) পিতা-মৃত আলতাফ আলী, সাং-মহদীপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীর আম বাগানের পশ্চিম পাশে কালো রংয়ের বাজার করা ব্যাগের মধ্যে ১৫ (পনের) বোতলে ফেন্সিডিলসহ এক জন মাদক কারবারীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবঃ মাদক কারবারের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।   (এক) জনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে আসামীকে বাঘা থানাধীন মহদীপুর  এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত হল-উপজেলার পারসাওতা বিনোদপুর গ্রামের







সর্বশেষ সংবাদ