বাগমারা থানা এলাকায় ইং 0৩/০৩/২০২০ তারিখে গাঁজা সহ ০১(এক) জন, নিয়মিত মামলায় ০৩(তিন)জন, গ্রেফতারী পরোয়ানা মূলে ০৪(চার) জন আসামী গ্রেফতার এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।
০৫ মার্চ, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই মোঃ মজিবুর রহমান সঙ্গিয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক দ্রব্য গাঁজা সহ আসামী মোঃ আকাশ প্রামানিক(২২), পিতা- মৃত আফজাল প্রামানিক, সাং- গোপিনাথপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে মাদক দ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন এবং ঘটনার বিষয়ে বাগমারা থানার মামলা নং ০৪, তাং ০২-০৩-২০২০ ইং, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) রুজু হয়। বাগমারা থানায় কর্মরত এসআই মোঃ ওসমান গনি বাগমারা থানার মামলা নং ০৫, তাং ০২-০৩-২০২০ ইং, ধারা ৩৬৪/৩৪ পেনাল কোড এর আসামী ১। মোঃ আবুল কালাম(৩২), পিতা- মৃত ইয়াকুব আলী, সাং০ কাঁঠালবাড়ী, ২। মোঃ রেজাউল (২৬), পিতা- মোঃ আঃ আজিজ, সাং- চাম্পাকুড়ি, ৩। মোঃ আক্তারুজ্জামান(৩৮), পিতা- আফাজ উদ্দিন, সাং- কাঁঠালবাড়ী, সর্ব থানা- বাগমারা, জেলা- রাজশাহীদের নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই মোঃ সোলায়মান আলী সিআর ৪১৬/১৭ (বাগমারা), ধারা ৪০৬/৪২০ পেনাল কোড এর আসামী মোঃ নজরুল ই্সলাম মন্ডল(৩৩), পিতা- মোঃ আজাহার আলী, সাং- হামিরকুৎসা, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এএসআই মোঃ সাইদুর রহমান গ্রেফতারী পরোয়ানা মূলে সিআর মামলা নং ২৩৯/১৯(বাগমারা), এনআইএ্যাক্ট ১৩৮ ধারা এর আসামী মোছাঃ বিউটি, স্বামী- মোঃ এনামুল হক বুলু, সাং- হলুদঘর, ডাক- সাইপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এসআই মোঃ নিয়ামুল হক মামলা নং দায়রা ১০৬৮/১৯, এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারা, দায়রা ১৭১৩/১৮ এনআইএ্যাক্ট ১৩৮ ধারা এর আসামী মোঃ রেজাউল করিম মাঝি, পিতা- মোঃ মোজাম্মেল হক মাঝি, সাং- কসবা, পোষ্ট- ভবানীগঞ্জ, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর কর্মরত এএসআই মোঃ রায়হান মামলা নং সিআর ৩৯৭/১৬ নওগাঁ, ধারা যৌতুক নিরোধ আইনের ৩/৪, এর আসামী মোঃ আব্দুর রাজ্জাক, পিতা- মোঃ পিয়ার বক্স, সাং- পূর্বদৌলতপুর, থানা- বাগমারা, জেলা-রাজশাহীকে নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সর্ব মোট ০৮(আট) জন আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।