রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ঝিকরা পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন করেন এবং বাগমারা থানা বার্ষিক পরিদর্শন সহ আইন শৃংখলা সংক্রান্তে মত বিনিময় সভা করেন।
২৩ ফেব্রুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের অদ্য ২৩/০২/২০২০ খ্রিঃ তারিখে বাগমারা থানা বার্ষিক পরিদর্শন করেন এবং বাগমারা থানাধীন ঝিকরা পুলিশ ক্যম্পের নতুন ভবনের শুভ উদ্বোধন করা সহ আইন শৃংখলা সংক্রান্তে মত বিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব সুমন দেব, বাগমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌসসভার মেয়র জনাব মোঃ আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র জনাব মোঃ আবুল কালাম আজাদ, ঝিকড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, ঝিকড়া ক্যাম্পের ইনচার্জ এসআই (সসস্ত্র) মোঃ ফজলুল হকসহ বাগমারা থানায় কর্মরত অফিসার ও ফোর্সবৃন্দ। প্রধান অতিথি জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী "মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে আইন শৃংখলা রক্ষার বিষয়ে এবং জনসাধারনদের সচেতন হওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।