রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩১ জন গ্রেফতার

১২ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (১২-০২-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৬ জন, বাগমারা থানা ০১ জন, দূর্গাপুর থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০২ জন, বাঘা থানা ০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং লাকড়া(৪৮) কে ২৫লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ২নং মোঃ মনিরুজ্জামান @ রুবেল(২৭) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং মোঃ জালাল উদ্দিন মন্ডল(৪৮) কে ১৫গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আনোয়ার হোসেন রানা(৪০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মোঃ আলতাব আলী(৪২) কে ৩০পিচ ইয়াবাসহ আটক করে।  আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ