রাজশাহী জেলার তানোর থানা এলাকায় পুলিশী অভিযানে ০৪(চার) জন আসামী গ্রেফতার।

১২ ফেব্রুয়ারী, ২০২০

ইং-১২/০২/২০২০ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান, জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি মহোদয়ের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রুহুল আমীন, এএসআই (নিঃ)/মোঃ পলাশ রায়,এএসআই(নিঃ) মোঃ রকিবুল হাসান, এএসআই(নিঃ) মোঃ ফারুক, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। মোঃ জালাল উদ্দিন মন্ডল(৪৮), পিতা-মৃত মনির উদ্দিন মন্ডল, মাতা-মোসাঃ জমেলা বিবি, সাং-রায়তান আকচা বানিয়াপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহী-কে ১৫(পনের) গ্রাম গাঁজা সহ এবং এএসআই(নিঃ) পলাশ রায়, এএসআই(নিঃ) রকিবুল হাসান, এএসআই(নিঃ) ফারুক হোসে, এএসআই(নিঃ) চন্দন কুমার তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতরী পরোয়ানা মুলে আসামী ১। মোসাঃ মহিমা বিবি, স্বামী আলতাফ হোসেন, সাং- যশপুর, ২। মোঃ আশরাফুল ইসলাম পিতা সেকেন্দার সাং-ঘিতকাঞ্চন উভয় থানা-তানোর জেলা-রাজশাহীদ্বয়-কে গ্রেফতার পূবর্ক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। ইং-১২/০২/২০২০ তারিখ তানোর থানা এলাকায় সরকারী অনুমতি ব্যতিত পুকুর খনন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ ও তানোর উপজেলা নির্বাহী অফিসারের যৌথ্য অভিযান পরিচালনা করে আসামী মোঃ ওবাইদুর রহমান(২৭) পিতা-মোঃ তোফাজ্জল সাং-বটতলা, থানা-নাচোল জেলা-চাঁপাইনবাবগঞ্জ-কে ০১(এক) বছর ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড, প্রদান করেন। উক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ