রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৭ জন গ্রেফতার

১১ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (১১-০২-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন, বাগমারা থানা ০৩ জন, দূর্গাপুর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৫ জন, বাঘা থানা ০৩ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১০ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ আরশাদ আলী(২৫) এবং ২নং মোঃ আলাল উদ্দিন(২০) কে ৫০পিচ ইয়াবাসহ আটক করে। তানোর থানা পুলিশ ১নং শ্রী টুটন কুমার মন্ডল(৩০) এবং ২নং শ্রী স্বপন সরকার(৩০) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আইয়ুব বেপারী(৩৩) ও ২নং মোঃ হান্নান মিয়া(৩৫) কে ৪৫বোতল ফেন্সিডিল, ১০০পিচ ইয়াবা এবং ০৪(চার)গ্রাম হেরোইন, ৩নং মোঃ শফিকুল ইসলাম(৩৬) কে ৩০পিচ ইয়াবা এবং ৪নং মোঃ জিয়ারুল ইসলাম(৩২) কে ২১পিচ ইয়াবাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ তোতা মিয়া(৩২) এবং ২নং মোঃ আফজাল হোসেন(৩৯) কে ০৬গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ