বাগমারা থানা এলাকায় ইং ০৬/০২/২০২০ তারিখে গ্রেফতারী পরোয়ানা মূলে ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।
০৭ ফেব্রুয়ারী, ২০২০
রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এএসআই(নিঃ) তরুণ কৃষ্ণ রায় সঙ্গীয় অফিসারের সহায়তায় মামলা নং জিআর ১৫৩/১৭(বাগমারা), ধারা ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(ক) এর আসামী শ্রী শ্যামল, পিতা- মৃত লাল দাস, সাং- হাসনীপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তাহার নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ আল মামুন সঙ্গীয় অফিসারের সহায়তায় বাগমারা থানার মামলা নং ২১, তাং ১৬/০২/২০১৯ ইং, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১৯(ক) এর আসামী মোঃ ফারুক হোসেন, পিতা- মৃত আবু বক্কর, সাং- হাসনীপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তাহার নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসারের সহায়তায় মামলা নং সি আর ৩৬১/১৭ (ওয়ারী)এর আসামী মোঃ মোঃ রমজান আলী, পিতা- মোঃ আদেশ আলী, সাং- খামারগ্রাম, পোস্ট- ভটখালী, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তাহার নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসারের সহায়তায় মামলা নং সিআর ৪১৮/১৯ (বাগমারা), ধারা NI, Act এর ১৩৮ এর আসামী মোছাঃ বেগম, স্বামী- মো খোয়াজ, সাং- বিশুপাড়া, পোষ্ট- তাহেরপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তাহার নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করেন। বাগমারা থানায় কর্মরত এএসআই(নিঃ) মোঃ আঃ খালেক সঙ্গীয় অফিসারের সহায়তায় মামলা নং সিআর ৬৭০/১৯ (বোয়ালিয়া), ধারা NI, Act এর ১৩৮ এর আসামী মোঃ আসলাম আলী, পিতা- মৃত তহির উদ্দিন, সাং- পালোপাড়া, থানা- বাগমারা, জেলা- রাজশাহীকে তাহার নিজ বসতবাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সর্ব মোট ০৫(পাঁচ) জন আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।