রাজশাহী জেলার তানোর থানা এলাকায় বিশেষ অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও চোলাইমদ সহ ০৪(চার) জন আসামী গ্রেফতার।

০৬ ফেব্রুয়ারী, ২০২০

অদ্য ইং ০৫/০২/২০২০ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান,জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি মহোদয়ের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মুকুল হোসেন, এএসআই(নিঃ) মোঃ রকিবুল হোসেন, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। সবুর (বাবু)(৩৫) পিতা-মৃত রাজ্জাক, সাং-গুবিরপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহী-কে ০১(এক) বোতল অপিয়াম উদ্ভুত কোডিন মিশ্রিত ভারতের তৈরী ফেন্সিডিল সহ গ্রেফতার, এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা, এএসআই(নিঃ) শ্রী পলাশ রায় এএসআই(নিঃ) মোঃ সাজেদুর রহমান তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। মোঃ মিজানুর রহমান(৩০) পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, সাং-চক দমদমা, থানা-তানোর, ২। মোঃ জসিম উদ্দিন(২৪), পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-পিয়ারপুর, থানা-মোহনপুর, উভয় জেলা- রাজশাহীদ্বয়-কে ২০(বিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার এবং এসআই (নিঃ) মোঃ সানোয়ার হোসেন, এএসআই(নিঃ)/১৬০ মোঃ হাফিজুল ইসলাম(১),তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ আসামী ১। শ্রী দিলীপ হেমরম(৩১), পিতা-শ্রী নিরেন হেমরম, সাং-মুন্ডুমালা মাহালীপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহী-কে ২০(বিশ) লিটার চোলাইমদ সহ গ্রেফতার পূবর্ক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ