বাগমারা থানা এলাকায় ইং ০৫/০২/২০২০ তারিখে ইয়াবা ও গাঁজা সহ ০২ জন, মামলায় ০১ জন, কা: বি: ১৫১ ধারায় ০৪ জন, ভ্রাম্যমানে ০১ জন আসামী গ্রেফতার এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ।

০৬ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই(নিঃ) মোছাঃ ফরিদা ইয়াসমিন সঙ্গীয় অফিসারের সহায়তায় বাগমারা থানাধীন হাসনীপুর গ্রামস্থ আসামী শ্রী রতন চন্দ্র দাস(৩৯), পিতা- শ্রী স্বপন চন্দ্র দাস এর বসত বাড়ীর তাহার শয়ন কক্ষে আসামীর নিজ হেফাজত হইতে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করিয়া বাগমারা থানায় মামলা নং ০৮, তাং ০৪/০২/২০২০ ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) রুজু হয়। বাগমারা থানাধীন যোগীপাড়া পুলিম তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাগমারা থানাধীন  সাঁকোয়া গ্রামস্থ কোল্প স্টোরের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ সাইফুল ইসলাম, পিতা- মোঃ সোলায়মান এর বাড়ীর সামনে আসামীর হেফাজত হইতে ০২(দুই) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক আসামী সাইফুল ইসলামেক গ্রেফতার করিয়া বাগমারা থানায় মামলা নং ১১, তাং ০৪/২/২০২০ ই্ং, ধারা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ৮(ক) রুজু হয়। বাগমারা থানার মামলা নং ০৫, তাং ০২/০২/২০২০ইং, ধারা ২০০০ সালের নারী ও শিশু নি:  আইন এর ৭/৩০ এর ভিকটিম খালেদা খাতুনকে উদ্ধার পূর্বক বর্ণিত মামলার মোঃ জামাল উদ্দিন, পিতা- মৃত জহির উদ্দিন, সাং- জোতবাজার (মীরপাড়া), থানা- মান্দা, জেলা- নওগাঁকে গ্রেফতার করেন। বাগমারা থানার জিডি নং ১৮০, তাং ০৫/০২/২০২০ ইং ধারা ফৌ: কা: ১৫১ ধারায় আসামী মোঃ উজ্জল হোসেন, পিতা- মৃত জনাব আলী, ২। মোঃ খোরশেদ আলী, পিতা- মৃত মোসলেম উদ্দিন, ৩। মোঃ আশরাফ আলী, ৪। মোঃ আফসার আলী, উভয় পিতা- মতৃ আব্বাস আলী, সর্ব সাং- হাটমাধনগর, থানা- বাগমারা, জেলা- রাজশাহীগনেক গ্রেফতার করেন। ইহা ছাড়াও ভ্রাম্মমান আদালত কর্তৃক  আসামী মোঃ হাফিজুর রহমান, পিতা- মোঃ আজাহার আলী, সাং- খালিশপাড়া, পোষ্ট- ঝিকরা, থানা- বাগমারা, জেলা- রাজশাহী সহ গ্রেফতারকৃত সর্ব মোট ০৮(আট) জন আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ